
মনোমুগ্ধকর পরিবেশ আর তালার কর্তব্যরত সাংবাদিকদের মিলনমেলার মধ্যে দিয়ে সমপন্ন হলো সাতক্ষীরার তালা প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন।
দিনটি উপলক্ষে শনিবার (১নভেম্বর ‘২৫) তালার মাঝিয়াড়ায় অবস্থিত উন্নয়ন প্রচেষ্টার মিনি রিসোর্টে অনাড়ম্বর আয়োজন করে তালা প্রেসক্লাব।
আর এতে অংশগ্রহণ করে তালার কর্তব্যরত তালা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম। প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গাজী জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা প্রেসক্লবাের সাধারণ সম্পাদক ফারুক জোয়ার্দার,
সাবেক সম্পাদক গাজী সুলতান আহমেত, সহ-সভাপতি এম এ ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান রাজু, নির্বাহী সদস্য সেলিম হায়দার, সদস্য এসএম লিয়াকত হোসেন, আজমল হোসেন জুয়েল, মোতাহিরুল হক শাহিন, শাহিনুর রহমান, তরিকুল ইসলাম, মোঃ ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম দাদুভাই প্রমুখ।
সভায় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও সাংবাদিকদের সুরক্ষায় ফান্ড গঠনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।