রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মেয়াদ উত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির অপরাধে জেল, জরিমানা  তালা প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজনে সাংবাদিকদের মিলনমেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সাতক্ষীরা জেলার এ্যাডহক কমিটি ঘোষণা; কামরুজ্জামান আহবায়ক ও সদস্য সচিব সিরাজুল  কালিগঞ্জের নলতায় শত শত নেতা-কর্মী নিয়ে লিফলেট বিতরণে সাবেক এমপি কাজী আলাউদ্দিন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সুষ্ঠু ও উৎসব মুখর এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় স্টার কিডস বৃত্তি উৎসব-২০২৫ অনুষ্ঠিত  ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা’র শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী তালায় জাতীয় সমবায় দিবস পালিত

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১ নভেম্বর ‘২৫) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসের শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

এরপর গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি শেখ মাসুদুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা জীবন্নেছা খানম।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের উন্নয়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বনির্ভরতার অন্যতম ভিত্তি। জনগণের অংশগ্রহণের মাধ্যমে সমবায়ের চেতনা বাস্তবায়িত হলে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে জেলার সফল সমবায় সংগঠন ও প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধি ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!