
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (১ নভেম্বর ‘২৫) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় সহ-সমন্বয়কারী মোঃ রাকিবুল ইসলাম, তালা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সম্পাদক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক আশরাফ আলী, আকবর হোসেন, হাসান আলী বাচ্চু, সমবায়ীদের মধ্যে শেখ রহমত আলী, মুশফেকুজ্জামান ইমন, মুসলিমা খাতুন প্রমুখ।
এ সময় ১০টি সফল সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।