
সাতক্ষীরায় মনোরম পরিবেশে স্টার বৃত্তি উৎসব-২০২৫ উপলক্ষে পরীক্ষা শুরু হয়েছে। স্টার কিডস্ কোচিং সেন্টারের আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর '২৫) সকাল সাড়ে ৯ টায় সরকারী কলেজ রোডস্থ কোচিং সেন্টারের নিজস্ব ভবনে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে এই বৃত্তি প্রতিযোগিতার পরীক্ষা।
জেলার বিভিন্ন স্কুলের কেজি থেকে দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা উক্ত বৃত্তি উৎসব পরীক্ষায় অংশ গ্রহন করেছে।
বৃত্তি উৎসব পরীক্ষায় অংশগ্রহনকারী একাধিক শিক্ষার্থীর অভিভাবকরা এসময় পরীক্ষার নিয়ম কানুন এবং সুশৃংখল পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় তারা খুশী হন।কোন বিশৃংখলা ছাড়াই সুন্দর পরিবেশে ধারন ক্ষমতার মধ্যে শিক্ষার্থীদের বসারও ব্যবস্থা করছেন তারা। তবে, এসময় তারা এর আগে বেসিক বৃত্তি উৎসব নাবরুন স্কুলে যে পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তা নিয়ে তারা সমালোচনা করেন। ধারন ক্ষমতার চেয়ে সেখানে তারা গাদাগাদি শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছেন এবং অভিভাবকরা তাদের সন্তানদের খুঁজতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে জানান। সেই তুলনায় এখানকার পরিবেশ খুবই ভালো বলে তারা মন্তব্যে করেন।
স্টার কিডস কোচিং সেন্টারের পরিচালক এটিএম আবু হাসান জানান, প্রতিক্লাসে অংশ গ্রহনকারী পরীক্ষার্থীদের মধ্যে থেকে ট্যালেন্টপুল ও সাধারন দুই ক্যাটাগারিতে বৃত্তি প্রদান করা হবে।
তিনি আরো জানান, বিশৃংখলা এড়াতে দুই শিফট মাত্র দুটি করে ক্লাসের শিক্ষার্থীদের বৃত্তি উৎসব পরীক্ষা নেয়া হচ্ছে। সেখানে কোচিং সেন্টারের শিক্ষাক-শিক্ষার্থী ছাড়াও স্কাউট শিক্ষার্থীদের সহযোগিতায় পরীক্ষা নেয়া হচ্ছে। যাতে কোন অভিভাবক বা শিক্ষার্থীরা হয়রানির শিকার না হন।