
স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।
“প্রকল্পের আওতায় সাতক্ষীরার দ্য পোল – স্টার পৌর হাই স্কুলের বিদ্যালয় নট্যদল বিনাদ সদস্যদের অংশগ্রহণে বিষয় ভিত্তিক পাঠচক্র কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে আয়োজিত কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল ও গাইড শিক্ষক মেহেরুন্নেসা উপস্থিত ছিলেন।
পাঠচক্রে মানবাধিকার, জেন্ডার সমতা, তথ্য অধিকার আইন, বাল্যবিবাহ ও শিশু পাচার প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।
আলোচনা শেষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় সামিয়া ইয়াসমিন প্রথম, সামিয়া তাজিন দ্বিতীয়, রাজকুমার তৃতীয় এবং মাকসুদা চতুর্থ স্থান অর্জন করে।
কর্মসূচি শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা ও সহযোগিতায় ছিলেন স্বদেশ এর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল শরিফুল ইসলাম।