শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের  উদ্বোধন  সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাডভোকেট আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান কালীগঞ্জের বিএনপি’র প্রার্থী কাজী  আলাউদ্দিনের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত গণভোটসহ ৫ দফা দাবিতূ সাতক্ষীরায় জামায়াতের বি”ক্ষোভ মি”ছিল দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি সাজু, সম্পাদক আলেয়া , সাংগঠনিক সম্পাদক রোজিনা বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প বিআরটিএ কর্তৃক মাগুরা ও ঝিনাইদহে নিহত ও আহত ৩৭ পরিবারের মধ্যে চেক বিতরণ শ্যামনগরের গাবুরায় বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানকে নিয়ে মতবিনিময় সভা

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর ‘২৫) দুপুরে গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” – প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ জোৎস্না খাতুন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সমগ্র জেলাব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ক – (৬ষ্ঠ থেকে ৮ম) ৩২টি স্কুল এবং খ – গ্রুপে (৯ম থেকে ১০ম) ৩২টি স্কুল সহ দুইটি গ্রুপে মোট ৬৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক – গ্রুপে বিজয়ী হয়েছে যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয়েছে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, আর তৃতীয় হয়েছে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। খ- গ্রুপে বিজয়ী হয়েছে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, গোপালগঞ্জ এবং রানার আপ হয়েছে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন আর তৃতীয় হয়েছে যুগশিখা বালিকা উচচ বিদ্যালয়। ক – গ্রুপে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন যুগশিখা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাইসা রহমান এবং খ – গ্রুপে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন লামিয়া-তুল-বারি। পরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত অতিথিগণদের সাথে নিয়ে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

এ সময় সরকারি- বেসরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!