
সাতক্ষীরার তালার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপালির পরিচালক ও পরিবেশকর্মী শফিকুল ইসলাম ইন্টারন্যাশনাল সিভিল সোসাইটি সপ্তাহ (আইসিএসডব্লিউ) উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে এক সপ্তাহের জন্য থাইল্যান্ড যাচ্ছেন। সুশীল প্রকল্পের আওতায় সাতক্ষীরা সমতা ফোরাম (সিএসও হাব) এর পক্ষ থেকে তিনি শুক্রবার (৩১ অক্টোবর'২৫) বিকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।
সুশীল প্রকল্প বাস্তবায়ন করছে ভূমিজ ফাউন্ডেশন, সহযোগিতা দিচ্ছে একশনএইড, এবং সাতক্ষীরার ১৩টি সিভিল সোসাইটি সংস্থার সমন্বয়ে গঠিত হাবের সাধারণ সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম দায়িত্ব পালন করছেন। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১-৫ নভেম্বর অনুষ্ঠিতব্য বিশ্বব্যাপী এই সম্মেলনের মূল আয়োজক হলো সিভিকাস গে¬াবাল সিভিল সোসাইটি অ্যালায়েন্স ও এশিয়া ডেমোক্রেসি নেটওয়ার্ক। ২০২৫ সালের মূল বিষয় হলো “জনগণের কর্মকান্ড উদযাপন: আজকের বিশ্বের জন্য গণতন্ত্র, অধিকার ও অন্তর্ভুক্তির পুনর্গঠন।”
শফিকুল ইসলাম তালা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক, উপজেলা অন্ত্যজ পরিষদের উপদেষ্টা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।