শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের  উদ্বোধন  সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাডভোকেট আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান কালীগঞ্জের বিএনপি’র প্রার্থী কাজী  আলাউদ্দিনের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত গণভোটসহ ৫ দফা দাবিতূ সাতক্ষীরায় জামায়াতের বি”ক্ষোভ মি”ছিল দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি সাজু, সম্পাদক আলেয়া , সাংগঠনিক সম্পাদক রোজিনা বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প বিআরটিএ কর্তৃক মাগুরা ও ঝিনাইদহে নিহত ও আহত ৩৭ পরিবারের মধ্যে চেক বিতরণ শ্যামনগরের গাবুরায় বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানকে নিয়ে মতবিনিময় সভা

তালা উপজেলা ম্যাপ কমিটির সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার তালা উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ‘২৫) সকালে অনুষ্ঠিত হলো “জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা বিষয়ক মাল্টি এক্টর প্ল্যাটফর্ম (ম্যাপ) কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও অভিজ্ঞতা বিনিময় সভা। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ম্যাপ সিডিআরএফআই প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ম্যাপের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ম্যাপ আহবায়ক মাধব চন্দ্র দত্ত।

সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, সুশীল সমাজ, নারী ও তরুণ প্রতিনিধি, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। অ্যাওসেড-এর অ্যাডভোকেসি অ্যান্ড লার্নিং অফিসার বাহলুল আলম জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ঝুঁকি, অর্থায়ন ও বীমা কাঠামো, এবং বাংলাদেশের সাম্প্রতিক তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0) বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। NDC 3.0 হলো বাংলাদেশের কার্বন নির্গমন হ্রাস ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির এক যুগান্তকারী পদক্ষেপ, যা প্যারিস চুক্তির লক্ষ্য অনুযায়ী ২০৩৫ সালের মধ্যে মোট নির্গমন ৪১৮.৪০ মিলিয়ন টন CO₂ সমতুল্য থেকে কমিয়ে ৩৩৩.৪৩ মিলিয়ন টনে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। সভায় আলোচিত হয়, কৃষি, বন ও ভূমি ব্যবহার (AFOLU) খাতে নির্গমন হ্রাসে জলবায়ু–স্মার্ট কৃষি, প্রিসিশন সার প্রয়োগ, সোলারচালিত কৃষি ও মৎস্য প্রযুক্তি, এবং পশুপালনে উন্নত গোবর ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা রাখতে পারে।

বক্তারা বলেন, বাংলাদেশের জলবায়ু পরিকল্পনাগুলো NDC, NAP, Delta Plan 2100, Bangladesh Climate Prosperity Plan বাস্তবায়নে স্থানীয় সরকার, এনজিও, বেসরকারি খাত ও কমিউনিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। তারা স্থানীয় জলবায়ু অর্থায়ন বিকেন্দ্রীকরণ, প্রযুক্তি স্থানান্তর, প্রশিক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেন। অংশগ্রহণকারীরা আরও বলেন, উপকূলীয় অঞ্চলের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যাতে জলবায়ু প্রভাব মোকাবিলায় টেকসই জীবিকা ও প্রশমন কার্যক্রমে অংশ নিতে পারে, সে জন্য ইউনিয়ন পরিষদ পর্যায়ে পর্যাপ্ত অর্থায়ন, সামাজিক সুরক্ষা এবং স্থানীয় তহবিল নিশ্চিত করা জরুরি। তারা কৃষি, মৎস্য, পশুপালন ও বনায়ন খাতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য কম-কার্বন প্রযুক্তি, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর ও টেকসই সরঞ্জাম প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।

অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম অ্যান্ড অপারেশন শংকর রঞ্জন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা ম্যাপের সেক্রেটারি জুলফিকার রায়হান, মোঃ আবু হাসান, ইমরান হোসেন, তানিয়া জেসমিন, সুনন্দা ভদ্র, রত্না রাণী দাস, মীর জিল্লুর রহমান, ফারজানা করীর, রেজাউল করিম, শেখ আওয়াল, দেবশীষ কুমার মল্লিক, বরুন কুমার সানা, রিয়াদ হোসেন, ফিরোজা বেগম, এনজিও প্রতিনিধি অজয় কুমার রায়, নারী প্রতিনিধি ফিরোজা বেগম, রূপালি এনজিওর পরিচালক শফিকুল ইসলাম, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুনন্দা ভদ্র, এবং অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ। মো. মোসফারুজ্জামান ইমন, রিয়াদ হোসেন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!