
সাতক্ষীরার তালা উপজেলার উন্নয়নকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ‘২৫) সকালে তালা উইমেন জব ক্রিয়েশন সেন্টার প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।
উপজেলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দার, সাস পরিচালক শেখ ইমান আলী, উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, সাবেক অধ্যক্ষ সাঈফুল ইসলাম, সহকারী অধ্যাপক রেজাউল করিম, উপজেলা যুবদল সভাপতি মির্জ আতিয়ার রহমান, অধ্যাপক আনিছুর রহমান, তালা সদর ইউনিয়নের ভরপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পুরচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের পরিচালক আশরাফুন নাহার আশা, মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ, জামায়াত নেতা ডাঃ শেখ জাকির হোসেন, বিএনপি নেতা গাজী সিরাজুল ইসলাম, ব্যবসায়ী খন্দকার মোয়াজ্জেম হোসেন রঞ্জু, কাজী মারুফ, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, শাহিনুর রহমান, এস এম মোতাহিরুল হক শাহিন, মিজানুর রহমান, সমাজসেবক আলহাজ্ব সরদার আবুল কাশেম, মীর জিল্লুর রহমান, কাজী আরিফুল হক ভুলু, মোঃ আব্দুর রউফ, তালা বাজার বণিক সমিতির সদস্য মো. রেজাউল ইসলাম রেজা এবং এনজিও ব্যক্তিত্ব মোঃ রেজোয়ান উল্লাহ প্রমুখ।
সভায় বক্তারা তালা উন্নয়নের এক খসড়া রূপরেখা তুলে ধরেন। রাজনৈতিক, পেশাজীবী, এনজিও এবং সাংবাদিকদের সমন্বয়ে কিভাবে তালার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, তালাবাসীর উন্নয়নের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবেন।