
পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন কসহ ৫ দফা যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর ২৫) বিকাল সাড়ে ৩ টায় প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউল করিম।
গোপালগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি আল মাসুদ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ এবং সাবেক টানা ২৬ বছরের জেলা আমির ও বর্তমান কেন্দ্রীয় ইউনিট সদস্য গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানীর অপরাংশ) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
মানববন্ধনে বক্তারা জামায়াতের পাঁচ দফা দাবি তুলে ধরেন আর সেই দাবিগুলো হলো-গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে গণভোট দেওয়া; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় গোপালগঞ্জ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।