
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু প্রতিযোগিতা নতুন কুঁড়ি ২০২৫-এর নৃত্য বিভাগে খুলনা বিভাগের সেরা হয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কৃতি সন্তান উষসী মজুমদার। তিনি এবার সমগ্র দেশের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন।
উষসীর মা শিল্পী মজুমদার জানান, মাত্র তিন বছর বয়সে তিনি মেয়েকে নৃত্যের প্রাথমিক শিক্ষা দিতে নিয়ে যান জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রশিক্ষক নাহিদা পান্নার কাছে। সেই থেকে নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠে উষসীর নৃত্যজীবন। প্রাথমিক পর্যায়ে তিনি পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
পাটকেলঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও রোভার স্কাউট নেতা মো. অলিউণ ইসলাম জানান, উষসী ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে অত্যন্ত আগ্রহী ও মেধাবী। উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় তিনি একাধিকবার প্রথম স্থান অধিকার করেছেন।
বর্তমানে উষসী কুমিরা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বিদ্যালয়ের শিক্ষক নাজনীন আক্তার কেয়া বলেন, “উষসী শুধু নৃত্যে নয়, পড়াশোনাতেও সমানভাবে মনোযোগী।”
আগামী শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে নতুন কুঁড়ি ২০২৫-এর জাতীয় পর্ব। সেখানে খুলনা বিভাগের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন উষসী মজুমদার। তিনি বলেন, “নৃত্যের মাধ্যমে আমার জেলা ও দেশের সুনাম বাড়াতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন।”