বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় সপরিবারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিদায়ী ডিসি মুহম্মদ কামরুজ্জামান আশাশুনির উপকূলীয় এলাকায় ক্রীড়া উৎসব খুলনায় ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনায় রূপান্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তালায় পুকুরে ডু”বে শি”শুর ম”র্মান্তিক মৃ”ত্যু কলারোয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান সাতক্ষীরার জুলাই স্মৃ”তিস্তম্ভে অ”গ্নিসং”যোগের অ”ভিযোগে জুলাইযোদ্ধাদের প্র”তিবাদ সমাবেশ, অ”গ্নিকা”ন্ডের ঘ”টনা ঘ”টেনি, দা”বি পুলিশের শ্যামনগরকে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মানববন্ধন নবপল্লব প্রকল্পের আওতায় শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ বিদায়ী জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে সাতক্ষীরার পুলিশের পক্ষে বিদায় সংবর্ধনা

দেবহাটায় পূর্ব”শত্রু”তার জের ধরে হ”ত্যার উদ্দেশ্যে যুবককে কুপি*য়ে জ”খম

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার ঢেপুখালিতে পূর্বশত্রুতার জের ধরে ফারুক হোসেন (৩৫) নামের এক যুবককে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ঢেপুখালী গ্রামের মৃত কুরমান গাজীর ছেলে আইয়ুব আলী গাজী বাদী হয়ে দেবহাটা থানায় এজাহার দায়ের করেছেন।

এতে নোড়ারচক এলাকার আবুবক্কার গাজী (বাক্কু) এর ছেলে আলী হোসেন (২৬), মৃত কালু গাজীর ছেলে আবুবক্কার গাজী (বাক্কু) (৫৩) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। লিখিত এজাহার সূত্রে এবং আহত আইয়ুব আলী জানা যায়, ঢেপুখালী বিলে ৩ বিঘা পরিমান আমার একটি মৎস্য ঘের আছে। আমার ঘের সংলগ্ন দক্ষিন পাশে অভিযুক্তদের একটি মৎস্য ঘের আছে। উভয়ের ঘেরের মাঝ খানে কোন গর্ত না থাকলেও তারা নিজেরা গর্ত সৃষ্টি করে বিভিন্ন সময় আমাকে মিথ্যা দোষ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন প্রকার ভয়ভীতির হুমকি দিয়ে আসছিল।

পূর্বের ধারাবাহিকতায় শনিবার (১১ অক্টোবর ‘২৫) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৫ টার দিকে আমার পুত্র ফারুক হোসেন বাড়ী হতে একটি নতুন মটরসাইকেল ক্রয় করার বের হয়। ওই সময় অভিযুক্তরা তাকে টেনে হিঁচড়ে আমার মৎস্য ঘেরের দক্ষিণ পাশের ভেড়ি বাঁধের উপর নিয়ে যায় এবং বলতে থাকে বাঁধের ভিতরে গর্ত করেছিস কেনো, “তোকে আজ জীবনে শেষ করে ফেলব” এই বলে আমার পুত্র ফারুক হোসেন (৩৫) কে আক্রমণ করে। এক পর্যায়ে আলী হোসেনের হাতে থাকা ধারালো দা দ্বারা আমার পুত্রের মাথার মাঝখানে কোপ মেরে রক্তাক্ত জখম করে। একই সাথে আবুবক্কার গাজী (বাক্কু) লোহার রড দিয়ে আমার পুত্রের পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকে। তাদের আক্রমণে আমার ছেলে ভেঁড়িবাধের উপর পড়ে গেলে তার কাছে থাকা ২ লাখ ১৮ হাজার টাকা কেড়ে নেয়। পরে স্থানীয়রা জানতে পেরে এগিয়ে আসলে তারা দৌঁড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় আমার পুত্র ফারুক হোসেনকে সখিপুর হাসপাতালে নিয়ে ভর্তি করেছি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, লিখিত অভিযোগ পেলে, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দেবহাটার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না।  

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!