শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের  উদ্বোধন  সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাডভোকেট আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান কালীগঞ্জের বিএনপি’র প্রার্থী কাজী  আলাউদ্দিনের লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত গণভোটসহ ৫ দফা দাবিতূ সাতক্ষীরায় জামায়াতের বি”ক্ষোভ মি”ছিল দেবহাটা উপজেলা মহিলা শ্রমিক দলের কমিটি গঠন: সভাপতি সাজু, সম্পাদক আলেয়া , সাংগঠনিক সম্পাদক রোজিনা বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ফ্রি মেডিকেল ক্যাম্প বিআরটিএ কর্তৃক মাগুরা ও ঝিনাইদহে নিহত ও আহত ৩৭ পরিবারের মধ্যে চেক বিতরণ শ্যামনগরের গাবুরায় বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামানকে নিয়ে মতবিনিময় সভা

তালায় সোনা চো”রাচা”লানের ভা”গাভা”গির দ্ব”ন্দে হ”ত্যার চে”ষ্টা, আ”টক ৩

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় সোনা ও হুন্ডি ব্যবসার টাকা ভাগাভাগির দ্বন্দে অমল রায় ওরফে ছোট খোকন কে হত্যার চেষ্টা করা হয়েছে। সে উথালী গ্রামের মৃত্যু অমল কৃষ্ণ রায়ের ছেলে। এই ঘটনায় এলাকাবাসি ৩ জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন বলে জানা গেছে।

আটক ৩ জন হলো কালিগঞ্জ উপজেলার সোনাটিকাটি গ্রামের মৃত্যু আঃ রউফ সরদারের ছেলে সাকিবুল হাসান (২০), কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মৃত্যু মুনছুর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৩৩) ও একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে আমির হোসেন (৩৫) ।

রবিবার (১২ অক্টোবর ‘২৫) ভোর ৫ টায় উথালী গ্রামের ডাক্তার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত খোকনের ছেলে পান্না বাদি হয়ে আটক ৩ জন সহ ৬ জন কে আসামী করে তালা থানায় মামলা দায়ের করেছেন। আহত ছোট খোকনকে তালা হাসপাতালে ভর্তী করা হলেও উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সরেজমিন পরিদর্শনে গেলে প্রত্যক্ষ দর্শী সহ এলাকাবাসি জানান, ছোট খোকন একজন দীর্ঘদিনের সোনা চোরাচালানীর সাথে জড়িত। ভোরে ফজরের নামাজের পরে চিৎকার চেচামেচির শব্দ শুনে ডাক্তার মোড়ের দিকে এগিয়ে গিয়ে দেখি ছোট খোকন কে ৩ জন লোক মারপিট করছে। আমরা তাদের ধরতে গেলে তারা মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এসম ১ জনকে আমরা ধরে ফেলি এবং খোনক কে উদ্ধার করে তালা হাসপাতালে পাঠাই। এর ঘন্টা দেড়েক পরে খবর পেয়ে তাকে ছাড়ানোর জন্য ১ টি মটর সাইকেলে আরও ৩ জন লোক আসে। তাদের ধাওয়া করলে ১ জন মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। অন্য ২ জন কে আমরা আটকিয়ে রেখে পুলিশে খবর দিলে তালা থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রায় ওরফে (ছোট খোকন) প্রায় ২৫/৩০ বছর ধরে সোনা চোরাচালানের ব্যবসার সাথে জড়িত। এদের দেশব্যাপী একটি বিশাল চক্র আছে। প্রায় প্রতিদিন তার বাড়িতে ভারতীয় বর্ডার এলাকার নতুন নতুন লোক আসা যাওয়া করে। তার ছেলে ও নাতনিও এই কারবারের সাথে জড়িত।

মামলার বাদি পান্না বলেন, যে লোকেরা আমার বাবাকে মারতে এসেছিলো তাদের বাবা চেনে না। কি কারণে মারতে এসেছিলো তাও জানিনা। কয়েকজন লোক একজন অপরিচিত লোক কে কেন মারতে আসলো এমন প্রশ্নের কোনো যৌক্তির ব্যাখ্যা দিতে পারেননি তিনি। তবে সোনা চোরা চালানের কথা অস্বীকার পুরোপুরি অস্বীকার করেন তিনি।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইনউদ্দীন বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মারপিটের মামলায় ৩ জন আটক আটক করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!