
আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস-২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (৯ অক্টোবর ‘২৫) সকালে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
পরে, উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে- দিবসটির উপর চিত্রাঙ্কন, কুইজ ও রচনার প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধীত ৭টি মহিলা সংগঠনের মাঝে ২ লক্ষ ১৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এছাড়া একইদিন দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কার্যলয়ে ৩ জোড়া বাল্য বিবাহ বন্ধের উপর শুনানী হয়। উপজেলা মহিলা বিষয়ক বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রাথমিক শুনানী গ্রহন করেন। শুনানী শেষে তালা উপজেলার আটারই ও মাছিয়াড়া গ্রামের ২ জোড়া বাল্য বিবাহ নিরোধে ব্যবস্থা গ্রহন করা হয় এবং শিরাশুনি গ্রামের বাল্য বিবাহ’র ঘটনায় পুনরায় শুনানীর দিন ধার্য করা হয়।