রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বালিথায় বি”ষপ্র”য়োগে অ”চেতন করে ঘরে ঢুকে কাগজপত্র, টাকা-গ”হনা চু”রির অ”ভিযোগ “অনলাইন কম্পিউটার” এর নতুন ও আধুনিক কম্পিউটার শো-রুম উদ্বোধন ১৯ নভেম্বর তালার পাটকেলঘাটায় ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ তালায় হাব’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ সামগ্রী বিতরণ সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের একাট্টা  সাতক্ষীরা-৩ আসনে বিএনপি নেতা ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দা”বিতে বি”ক্ষোভ ও সমা”বেশ সাতক্ষীরার- ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত  সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ  কালিগঞ্জের জামেয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত

নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

নির্বাচনী ইশতেহার বিষয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও কমিউনিটির অন্যান্যদের সমন্বয়ে স্থানীয়দের চাহিদা নিরূপনে নির্বাচনী ইশতেহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর ‘২৫) সকালে শহরের চালতেতলা মিশন হল রুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডো সাতক্ষীরার প্রধান নির্বাহী, শ্যামল কুমার বিশ্বাস। কর্মসূচির লক্ষ্য-উদ্দেশ্য বর্ননা করের প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৫ এ সাতক্ষীরার প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় উন্নয়নে চাহিদা নিরুপন প্রতিবেদন উপস্থাপন করেন ইন্সপেরিটর একশনএইড সুইট খান।

সাতক্ষীরার প্রেক্ষাপটে স্থানীয়দের চাহিদার উপর বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ইয়ূথ সভাপতি সাকিব হাসান।

নির্বাচনী ইশতেহারের উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে এফজিডি ও কেআই আই মাধ্যমে দাবিগুলো চিহ্নিত করে ইউনিয়ন ও উপজেলা কনসালটেশন মিটিংয়ে উপস্থাপন করা। এছাড়াও স্থানীয় পর্যায়ের চাহিদাগুলোর সাথে উপস্থিতিদের চাহিদা একত্রিত করে একটা শক্তিশালী চাহিদা সনদ তৈরী করা।

সাতক্ষীরার যুব সমাজের জন্য দাবী: আমাদের জেলা উপকুলবেষ্টিত, দূর্যোগ কবলিত। জলবায়ূ পরিবর্তনের অন্যতম অভিঘাতের শিকার। উপকুলীয় এলাকাকে দুর্যোগ কবলিত এলাকা হিসেবে ঘোষণা, জলবায়ূ নায্যতা ও ক্ষতি পুরন (লবণাক্ততা, সুপেয় পানি, অপরিকল্পিত বেঁড়িবাধ) জলবদ্ধতা নিরসনে কার্যকরি পদক্ষেপ গ্রহন ও ড্রেনেজ ব্যবস্থা। পরিবেশ দূষন রোধ করা। এই এলাকার যুবদের জন্য জাতীয় বাজেটে যাতে আলাদা বরাদ্দের বিষয়ে জনপ্রতিনিধিদের বিশেষ উদ্যোগী হতে হবে। উপজেলায় উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র, সরকারি-বেসরকারি উদ্যোগে কল-কারখানা স্থাপন করে যুবদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এছাড়া জেলা ও উপজেলা পরিষদের বরাদ্দে ও যুবকদের কর্মস্থানের জন্য আলাদা বরাদ্দের বিষয়টি নিশ্চিত করাও জরুরী। আমাদের সাতক্ষীরার তরুণ প্রজম্মের অহংকার সৌম্য, মোস্তাফিজ, শিরিনা, সাবিনা, প্রান্তিরা স্বমহিমায় দেশকে আলোকিত করছেন। এজন্য উপজেলা ভিত্তিক স্টেডিয়াম, জিমনেশিয়াম স্থাপন ও অন্তত: ক্রীড়া ক্ষেত্রে আরও বেশী বেশী যুবদের অন্তর্ভুক্ত করা। জাতীয় যুবনীতি-২০১৭ এর আলোকে যুবদের উন্নয়নে সাতক্ষীরার ৭৮ টি ইউনিয়ন পরিষদের নিজস্ব বাজেটে বিশেষ বরাদ্দ রাখা ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধিদের কার্যকরি উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া কৃষিখাতে যেসব যুবকরা আগ্রহী তাদের সহজ শর্তে ঋণ প্রদান ও কৃষি বিষয়ক বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান, যুব ও যুব নারীদের জন্য দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষনের ব্যবস্থা করা, তথ্যপ্রযুক্তি খাতের প্রশিক্ষনের ব্যবস্থা করার মত আরও কার্যকরি উদ্যোগ গ্রহণ । যুবদের মুক্ত চিন্তা, উন্নয়ন ভাবনা ও নিজস্ব সাংস্কৃতিক চর্চার জন্য শিক্ষালয় কেন্দ্রিক যুব বান্ধব স্পেস তৈরী ও কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহন। এজন্য আমাদের সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ জন প্রতিনিধিদেরকে এক টেবিলে বসে সাতক্ষীরার যুবকদের জন্য কার্যকরী উদোগ গ্রহন করা সময়ের দাবী। প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!