সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু সাতক্ষীরায় পুরাতন মোটরযান বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান শুরু  তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণ*পিটু*নিতে হাম*লাকা*রীর মৃ*ত্যু কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ বিএনপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন সাংবাদিক মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সুস্থতা কামনা সাংবাদিক মনিরুল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাস’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

তালার এক শ্রমিককে পি*টিয়ে মাথা ফাঁটা*লো দখ*লদার বা*হিনী 

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার ঘোষনগর গ্রামে সশস্ত্র হানা দিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে মুন্না সানা (২৩) নামের এক ব্যক্তিকে মাথা ফাঁটিয়ে দিয়েছে দখলদাররা। সে ঘোষনগর গ্রামের মাওলা সানার ছেলে। হামলাকারীরা এ সময় তার কাছে থাকা স্বর্ণালংকার ছিনতাই করে। এসময় তার মা ও আশপাশের লোকের আত্নচিৎকারে গ্রামবাসীরা এগিয়ে হামলাকারীরা একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত শ্রমিক মুন্না সানাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে হামলাকারীরা দ্বিতীয় দফায় তালা হাসপাতালে ঢুকে মুন্না ও তার স্বজনদের উপর হামলা করে। এসময় অন্যান্য রোগীদের স্বজনসহ অন্যান্যরা তাদের প্রতিরোধ করলে সেখান থেকে পালিয়ে গিয়ে ঘটনাস্থল ঘোষ নগর মুন্নার বাড়ি থেকে তাদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ৩ জুলাই (বৃহস্পতিবার ‘২৫) দুপুরে। এঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।

অভিযোগে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার (২ জুলাই’২৫) খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল আলম শামীমের নেতৃত্বে সেনা তত্ত্বাবধায়নে কপিলমুনির নাছিরপুর খাস খালের বিভিন্নস্থানে বসানো নেট-পাটা অপসারণপূর্বক উন্মুক্ত কার্যক্রম শুরু করে। পরের দিন ৩ জুলাই সকাল থেকে দ্বিতীয় দিনের ন্যায় উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউএলএও কৃষ্ণপদ দাশের নের্তৃত্বে শ্রমিকসহ এলাকাবাসী খালের হাউলী ব্রিজের কাছে নেট-পাটা অপসারণ কার্যক্রম শেষ করে খালের গোড়ার অংশ তালতলা এলাকায় যায়। শ্রমিকরা সেখানে পৌছে কাজ শুরু করার আগেই খালের দখলদারের পক্ষে নিযুক্ত সশস্ত্র রাসেল, রাতুল, হারুন, রায়হান, ইয়ামিন, নাজমুল গংদের প্রতিরোধের সম্মুখীন হয়। এরপর তারা সেখানে কোন প্রকার কাজ না করেই বাড়িতে ফিরে যায়। পরে ঐ দিন দুপুর পৌনে ২ টার দিকে কাশিমনগর গ্রামের আজহারুল ইসলাম আজর গাজীর ছেলে রাসেল গাজীর নেতৃত্বে তার ভগ্নিপতি শামছুর গাজীর ছেলে হারুন গাজী ও তার ছেলে রাতুল গাজী, আব্বাস মোড়লের ছেলে ইয়ামিন মোড়ল, আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ গাজী, মজিদ সানার ছেলে রায়হান সানাসহ ৭/৮ জন যুবক মোটর সাইকেল ও প্রাইভেট কারযোগে শ্রমিক মুন্না সানার বাড়িতে হানা দিয়ে লোহার রড, চাপাতি ও হাতুড়িসহ মুন্নার উপর ঝাপিয়ে পড়ে তাকে এলাপাতাড়ি মারপিট শুরু করে। এ সময় মুন্নার মা সুজাতা বেগম ছাড়া বাড়িতে কোন লোক না থাকায় তাদের আত্নচিৎকারে গ্রামবাসীরা এগিয়ে আসলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর মুন্নাকে তালা হাসপাতালে নিলে সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে গিয়ে তার ও তার স্বজনদের উপর হামলা করে। এ ঘটনায় মুন্না চিকিৎসাধীন থাকায় প্রাথমিকভাবে ঘটনার দিন তালা থানায় একটি অভিযোগ দেওয়া হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত ২৫ জুন ভূমি মন্ত্রনালয়ের উপসচিব রুহুল আমিন স্বাক্ষরিত উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪৩২-৩৭ বঙ্গাব্দ মেয়াদে নাছিরপুর খাল (বদ্ধ) জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত এক পত্রে জানানো হয়, গত ১৬ জুন সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৫ তম সভায় জলমহাল ব্যবস্থাপনা নীতি মোতাবেক জলমহালটি আপাতত উন্মুক্ত রাখতে সিদ্ধান্ত হয়। পরবর্তীতে মহামান্য আদালত কর্তৃক যে রায় অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। এলক্ষে উন্নয়ন প্রকল্পে ইজারার লক্ষ্যে দাখিলকৃত তালতলা মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং ২২৬৯১), নগরশ্রীরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং-২২৭৭৪) ও নাছিরপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং-২২৬৬২) পাইকগাছা, খুলনার আবেদন সমূহ বিবেচনা করার সুযোগ নেই মর্ম্মে নামঞ্জুরের সিদ্ধান্ত গৃহীত হয়। যার স্মারক নং- ৩১. ০০.০০০০.০৫০. ৬৮.০১৪.২৫. ৪৩৬। এরপর গত মঙ্গলবার (১ জুলাই) ভূমি মন্ত্রণালয়ের চিঠি প্রাপ্তি সাপেক্ষে জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জলমহাল এলাকায় খালটি উন্মুক্তকরণে মাইকিং করে প্রচারনা চালায়। এছাড়া এদিন আগের টেন্ডারে অংশগ্রহনকারী মৎস্যজীবী সমবায় সমিতির যথাযথ কতৃপক্ষকে ডেকে বিষয়টি অবহিত ও নিজ দায়িত্বে খালের নেট-পাট অপসারণের জন্য অনুরোধ করেন। পরের দিন বুধবার (২ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল আলম শামীম স্থানীয় ইউএলএও কৃষ্ণপদ দাশকে সাথে নিয়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় কপিলমুনি ফাঁড়ি পুলিশের সমন্বয়ে ঘটনাস্থলে গিয়ে নেট-পাটা অপসারণ কার্যক্রম শুরু করেন। এরপর দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ জুলাই) খালের দখলকারীদের পক্ষে নিয়োজিত উপরোল্লিখিত দূবৃত্তদের প্রতিরোধ ও হামলার শিকার হয় নিয়োজিত শ্রমিকরা।

এব্যাপারে স্থানীয় কপিলমুনি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কৃষ্ণপদ দাশ বলেন, তাদের একজন লেবারের বাড়িতে গিয়ে হামলার খবর তিনি শোনা মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। ছুটি থাকায় তিনি বাড়িতে আছেন, সোমবার অফিসে ফিরে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

এ ব্যাপারে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আজগর হোসেন বলেন, তিনি ঐদিন খুলনায় ছিলেন। প্রথমত খাল এলাকায় হাতাহাতি ও পরে তালা সীমানায় সংঘর্ষের খবর শুনেছেন। তবে বিষয়টি তালা থানা এলাকার বিধায় পাইকগাছা থানায় এনিয়ে কোন মামলা বা অভিযোগের বিষয়ে তার জানা নেই। তবে শনিবার (৫ জুলাই ‘২৫) দুপুরে তিনি এএসপি (সার্কেল) পাইকগাছাসহ খাল এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এবং বর্তমানে সেখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নাছিরপুর খালটি স্থানীয় সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর নামে দখল হয়-বেদখলের ঘটনা ঘটে। এনিয়ে থানায় একাধিক মামলা-পাল্টা মামলার ঘটনা ঘটে। সর্বশেষ খালটির ইজারা প্রদানে টেন্ডার আহ্বান করলে ৩টি মৎস্যজীবি সমবায় সমিতির পক্ষের টেন্ডার ড্রপ হয়। যার মধ্যে একটি তালতলা মৎস্যজীবী সমবায় সমিতি লি: যার (অনলাইন আবেদন নং ২২৬৯১) যা কিনা শাহাদাৎ হোসেন ডাবলুর নিয়ন্ত্রনাধীন সমিতি। খালটির দখল দখল বজায় রেখে তারা ইজারা কার্যক্রমে অংশ নেয়। এদিকে খালটির ইজারা নিয়ে খন্ড খন্ড করে নেট-পাটা দিয়ে মাছ চাষ করায় সেখানকার অন্তত ৬টি মৌজার ২০ গ্রামসহ বিস্তীর্ণ অঞ্চলে স্থায়ী জলাবদ্ধতার আশংকায় খালটি জনগণের স্বার্থে উন্মুক্তর জন্য আন্দোলন শুরু হয়। সর্বশেষ ভূমি মন্ত্রণালয় জনগণের দাবির প্রেক্ষিতে গত ১৬ জুন সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৮৫ তম সভায় জলমহাল ব্যবস্থাপনা নীতি মোতাবেক জলমহালটি আপাতত উন্মুক্ত রাখতে সিদ্ধান্ত ও তা বাস্তবায়নে সর্বশেষ পরিস্থিতির উদ্ভব হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!