তারুণ্যের উৎসব-২০২৫ কর্মসূচির অংশ হিসেবে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ উদ্বোধন করে সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরার তালা শাখা।
রবিবার (১৪ সেপ্টেম্বর '২৫) সকালে সাতক্ষীরার তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে উক্ত গ্রাহক সেবা পক্ষ’র উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি তালা শাখা প্রধান এজিম মো. আবদুর রাজ্জাক।
এ সময় সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গোবিন্দ কুমার সাধু, অফিসার (ক্যাশ) মোঃ সানিউল ইসলাম এবং শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।