সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। সকল বৈষম্য দূর করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা এ দেশের নাগরিক। তাদের অধিকার বঞ্চিত করা হলে আমরা পাশে থাকব। সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর '২৫) বিকেল ৫টায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাজার গ্রাম ঋষিপাড়ায় জামায়াতে ইসলামের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের ১নং ওয়ার্ড সভাপতি নূর আলম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ সরকারি কলেজের ইসলামী বিভাগের প্রধান অধ্যাপক মোসলেম উদ্দিন, জামায়াতে ইসলামের অফিস সম্পাদক আফতাব উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কুশুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রশিদ আলী ও সেক্রেটারি আব্দুল জলিল, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, যুব সভাপতি শেখ এবাদুল ইসলাম, ইমাম রবিউল ইসলাম, বিপ্লব অধিকারীর ‘জয় বাংলা’ অঞ্জলি দাস, সুভাষ দাস প্রমুখ। মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নারী- পুরুষসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করে।