সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের বনবিবিতলায় কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার (সিসিআরসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জগদীশ সরদার ও হাফিজুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৬ই জুন ‘২৫) সকাল সাড়ে ১০টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ১০৩নং সেন্ট্রাল আবাদচন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বনবিবিতলা সিসিআরসি‘র সভাপতি মোঃ আব্দুল করিম।
সভায় উপস্থিত ছিলেন, বনবিবিতলা সিসিআরসি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউপি সদস্য মো: মাহাতাব উদ্দিন সরদার, মোঃ কাওছার আলী ও আলহাজ্ব কুরমান আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন সাধারণ সম্পাদক সাইফুদ্দীন লস্করসহ বর্তমান কমিটিসহ সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী মি সুজন বিশ্বাস ও অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী মি সুজন বিশ্বাস বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন একইসঙ্গে আগামী বছরের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, সিসিডিবি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আগামীতেও স্বচ্ছতার ভিত্তিতেই এই কাজগুলো অব্যাহত থাকবে।
সভায় বনবিবিতলা সিসিআরসির সভাপতি মোঃ আব্দুল করিম সিসিআরসি’র ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন।
সভার শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সিসিআরসি’র কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।