বিশ্ববিখ্যাত ও আন্তর্জাতিক ব্র্যান্ড লোটো এবং লি কুপার তাদের ১২৯তম ও ১৩০তম ফ্ল্যাগশিপ আউটলেট সাতক্ষীরায় যুগপৎ উদ্বোধন করেছে। এই মাইলফলক অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য বিশ্বমানের পণ্য আরও কাছে নিয়ে এলো। উদ্বোধনের সাথে সাথে শো-রুম দুটিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফ্যাশনপ্রেমীদের উৎসাহ আর আকর্ষণীয় ছাড়ের ঘোষণায় সাতক্ষীরার নতুন ফ্যাশন ঠিকানা যেন উৎসবমুখর হয়ে উঠেছে!১২৯তম আউটলেটটি উদ্বোধন হয়েছে বড় বাজার রোডে, আল আরাফা ব্যাংকের নিচে, এবং ১৩০তম আউটলেটটি অবস্থিত কালিগঞ্জ রোডে, মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে সিদ্দিক সুপার মার্কেটে।
উদ্বোধন উপলক্ষে লোটো ও লি কুপার নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড়ের অফার। ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন প্রথম ৫০ জন ক্রেতা পাবেন ৫০% ছাড়, পরবর্তী ৪০ জন পাবেন ৪০% ছাড়, ৩০ জন পাবেন ৩০% ছাড়, ২০ জন পাবেন ২০% ছাড়, এবং তৎপরবর্তী সকল ক্রেতা পাবেন ১০% ছাড়। এই অফার সাতক্ষীরার ফ্যাশনপ্রেমীদের জন্য একটি সুবর্ণ সুযোগ।
এক্সপ্রেস লেদার প্রোডাক্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলাম জানান, লোটো ও লি কুপারের নতুন আউটলেটগুলোতে রয়েছে বৈচিত্র্যময় ও স্টাইলিশ পণ্যের সমাহার। এর মধ্যে রয়েছে স্পোর্টস সু লেদার সু, মোকাসিন, স্পোর্টস স্যান্ডেল, লেদার স্যান্ডেল, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট লেডিস সু ও স্যান্ডেল ।
তিনি আরও জানান, লোটোর পণ্যগুলোতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, যা আরাম ও স্থায়িত্ব নিশ্চিত করে। বুস্ট টেকনোলজি, হালকা ওজনের জন্য ক্লান্তি কমায় এবং দীর্ঘ সময় আরাম প্রদান করে। হ্যান্ড ফ্রি টেকনোলজি হাতের স্পর্শ ছাড়াই পরা ও খোলা যায়। এএফএম টেকনোলজি সর্বোচ্চ আরাম নিশ্চিত করে। আল্ট্রা ড্রাই টেক টেকনোলজি, শরীরে ঠান্ডা ও শুষ্ক অনুভূতি প্রদান করে। এই প্রযুক্তিগুলো লোটোর পণ্যকে করে তুলেছে স্বাস্থ্যসম্মত, ফ্যাশনেবল এবং দীর্ঘস্থায়ী।