স্বদেশ সাতক্ষীরা অফিসে সোমবার (২৩ জুন ‘২৫) উন্নয়ন সংস্থা স্বদেশ এর সাধারন পরিষদের সভা অনষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোঃ আমিনুর রসুল। সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন সংস্থার সাধারন সম্পাদক ও নির্বাহি পরিচালক মাধব চন্দ্র দত্ত। সভায় বিগত দিনের কার্যবিবরনি ও অডিট রিপোট পেশ করা হয় এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা উপস্থাপনা করা হয়। স্বদেশ সংস্থা সাতক্ষীরা জেলার এসিড সারভাইভরদের পুনর্বাসন ও চিকিৎসা , নির্যাতীত নারী ও শিশুদের জন্য আইনি সহযোগীতা, আদিবাসী মুন্ডা ও নৃ-জনগোষ্ঠির অধিকার, ভুমিহীনদের অধিকার, সংখ্যালঘু মানুষের অধিকার সুরক্ষায় নিরন্ত কাজ করে যাচ্ছে।
এই কাজকে আরও গতিশীল করতে এবং সকল কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাধারন সভায় স্বদেশ সংস্থার পরিচালনা কমিটি পুর্নন্যিাস করা হয় এবং ২০২৫-২০২৭ মেয়াদের জন্য মোঃ আমিনুর রসুল –সভাপতি, মোঃ আজহারুল ইসলাম-সহসভাপতি, মাধব চন্দ্র দত্ত-সাধারন সম্পাদক, শেখ আব্দুল ওয়াহেদ-কোষাধ্যক্ষ,আবু মুছা-নির্বাহি সদস্য,সঞ্জয় ঘোষ- নির্বাহি সদস্য, মমতাজ হাসান খান-নির্বাহি সদস্য,ওলিয়ার রহমান – নির্বাহি সদস্য, রপা বসুকে নির্বাহি সদস্য করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরি পরিষদ গঠন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্রীসেন্ট সংস্থার পরিচালক মোঃ আবু জাফর সিদ্দিকী, শংকর ঘোষ, ফয়জুল্লা খান, বাবর আলী প্রমুখ।