ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে চার জন বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন ‘২৫) সন্ধ্যা ৭ টার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উত্তর কৈখালীর কালিন্দী নদীর শূন্যরেখায় ভারত-বাংলাদেশ উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
উক্ত বৈঠকে বিজিবির পক্ষ থেকে উত্তর কৈখালী কোম্পানি কমান্ডার, নায়ক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ঝিঙ্গা ক্যাম্পের এসি মিনা উপস্থিত ছিলেন।
বাংলাদেশী নাগরিকরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা ইউ গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মোহাম্মদ নুর আলম (৩৬), মোহাম্মদ নুর আলম এর স্ত্রী আয়েশা খাতুন (২৬), ও দুই কন্যা লাবিবা খাতুন (০৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, উক্ত পরিবারটি ডাক্তার দেখানোর জন্য সাড়ে তিন বছর আগে ভারতের কেরালা রাজ্যে যায়। কিন্তু চিকিৎসা করাতে যেয়ে লম্বা সময় ধরে তাদের সেখানে অবস্থান করতে হয়েছিল। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি শনিবার রাত ৮ টার সময় তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করলে, পরবর্তীতে কাগজ পত্র যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।