বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবপুর ইউনিয়ন শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০জুন ‘২৫) রাতে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা বাজার জামে মসজিদে অনুষ্ঠিত কর্মী বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
ইউনিয়ন কর্মী বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা মনিরুজ্জামান।
ইউনিয়ন সেক্রেটারি মাও: রেজাউল ইসলাম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আনিছুর রহমান, উপজেলা যুব বিভাগ সভাপতি মওলানা রবিউল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাছুম বিল্লাহ প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি বলেন, জামায়াত ইসলামীর কর্মীদের ত্যাগ ও কুরবানীর বিনিময়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে হবে। কর্মীরা তাদের দক্ষ ও বিচক্ষণতার মাধ্যমে ইসলামের দাওয়াত প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে এ বিষয়ে সকল কর্মীদের উদ্বুদ্ধ করেন। জামায়াত ইসলামের প্রত্যেকটা কর্মী সংগঠনিক নিয়ম শৃঙ্খলা পালনের মাধ্যমে স্ব স্ব এলাকায় দায়িত্ব পালনের আহ্বান জানান।