অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে গঠিত হলো সাতক্ষীরা জেলাধীন কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি।
১৭ জুন ২৫ ইং তারিখে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করে।
কমিটিতে যারা স্থান পেলেন তারা হলেন- সভাপতি তাসকিন মেহেদী তাজ, সিনিঃ সহ-সভাপতি মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি যথাক্রমে তৌহিদ হোসেন, মোঃ তৈয়বুর রহমান, কাইয়ুম রহমান সুমন ও ইয়াসিন আরাফাত ডালিম, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুর শাকুর হৃদয়, শেখ রাজু, ইমরান হোসেন ও শামিম ওসমান জীবন, সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী।
একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে কলেজ শাখার পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে দীর্ঘদিন পরে ত্যাগী নেতৃবৃন্দের সমন্বয়ে কালিগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের কমিটি গঠিত হওয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়েছেন ছাত্রদলের বর্তমান ও অতীত নেতৃবৃন্দ।