মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে খুলনা হাইওয়ে পুলিশের সাথে পরিবহন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়ন – এর সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়ন এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া।
মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধকল্পে খুলনা- ঢাকা মহাসড়কে চলাচলরত ইমাদ পরিবহনের খুলনা এবং গোপালগঞ্জের মালিক পক্ষ, ম্যানেজার ও ড্রাইভারদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে আলোচনা করা হয়।
এ সময় ইমাদ পরিবহনের মালিক পক্ষ, ম্যানেজার ও ড্রাইভারদের বিভিন্ন মতামত গ্রহণ করা হয়। মতবিনিময় সভার সভাপতি পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত করে।