গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মাসুম বিল্লাহ’র দিক নির্দেশনায় মঙ্গলবার (১৭ জুন ‘২৫) দিনব্যাপী কোটালীপাড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজের নেতৃত্বে উপজেলার বিভিন্ন খাল ও বিল থেকে গ্রাম পুলিশের সার্বিক সহযোগিতায় সরকার ঘোষিত নিষিদ্ধ ২৩৪ পিস চায়না জাল উদ্ধার করেছেন।
পরবর্তীতে উক্ত নিষিদ্ধ চায়না জাল কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত চায়না জালের আনুমানিক বাজার মূল্য প্রায় চৌদ্দ লক্ষ (১৪,০০,০০০/) টাকা।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের লক্ষ্যে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ।