সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু সাতক্ষীরায় পুরাতন মোটরযান বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান শুরু  তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণ*পিটু*নিতে হাম*লাকা*রীর মৃ*ত্যু কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ বিএনপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন সাংবাদিক মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সুস্থতা কামনা সাংবাদিক মনিরুল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাস’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে দীর্ঘ ১৩ বছর পর নিজ বাড়িতে ফিরেছেন জামায়াত নেতা মোশারাফ

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মোশারাফ হোসেন দীর্ঘ ১৩ বছর পরে ফিরেছেন সন্ত্রাসীদের দেওয়া আগুনে ভষ্মিভুত হওয়া সেই নিজ বাড়িতে। নতুনরূপে ঘরবাড়ি সংস্কার করে আবারও স্বপ্ন দেখছেন সহধর্মিণীকে নিয়ে পূর্বের ন্যায় সুখে শান্তিতে বসবাস করার।

তবে আজও শাস্তির আওতায় আসেনি সেইসব দুর্বৃত্ত আর অগ্নিসন্ত্রাসীরা। যারা দোকান ভর্তি কয়েক লক্ষ টাকার মালামাল আর সাজানো গোছানো বাড়ি থেকে লাখ লাখ টাকার সম্পদ লুট করে আগুন ধরিয়ে দিয়ে সর্বশান্ত করেছিল তারা আজও বীরদর্পে দাঁপিয়ে বেড়াচ্ছে।

সরেজমিনে জানা গেছে, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধূসুদনপুর গ্রামের আরশাদ আলী মেঝ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোশারাফ হোসেনের সাজানো গোছানো একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো চৌমুহনী বাজারে। দোকানে মালামাল ছিলো ১৫ লক্ষাধিক টাকার। ২০১৩ সালের ১৭ ই ডিসেম্বর বিকেলে বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে আবু তালেব সরদার, হামজা সরদার, আসমত ডাক্তারের ছেলে শেখ আশেক ইকবাল পাপ্পি, শ্রীধরকাটি গ্রামের নেফু শেখের ছেলে শেখ সিদ্দিক, শেখ সাদেক ও শেখ রফিকুল, শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে মিজানুর ও শাহিনুর, পারুলগাছা গ্রামের রাশেদ ঢালীর ছেলে শাহ আলম ও শাহাজান ঢালী, গনি মোড়লের ছেলে আফছার মোড়ল, নীলকন্ঠপুর গ্রামের বদরুদ্দীন সরদারের ছেলে খলিল সরদার, জলিল সরদার, নুরু সরদারের ছেলে সুমন সরদার, জয়পত্রকাটি গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে নুরুল হক সরদার, চাঁচাই গ্রামের মোসলেম এর পালিত পুত্র জাকির হোসেন, মুকুন্দপুর গ্রামের লক্ষীপদ ঘোষের ছেলে সুভাষ ঘোষ, শ্রীবাস ঘোষ, বন্দকাটি গ্রামের আনছার উদ্দীনের ছেলে মোনায়েম হোসেন, হোগলা গ্রামের ফিরফিরে ইউনুস, বাসার মোড়ল, খোকন মোল্লা, রউফ মোল্লা, মুকুন্দপুরের এরশাদ সানাসহ ৫০/৬০ জনের একটি দল তান্ডব চালিয়ে মোশাররফের বাড়ী ভস্মীভূত করে দেয়। সেসময় মোশাররফ হোসেন সস্ত্রীক কোন রকমে পালিয়ে জীবন করেছিল।

কিন্তু তখনও পর্যন্ত ঐসকল দুর্বৃত্ত আর এলাকার নামকরা মামলাবাজ, চাঁদাবাজ সন্ত্রাসীরা মিলে এতো ক্ষয়ক্ষতি করার পরেও মোশারাফ হোসেনের বিরুদ্ধে হত্যাসহ নাশকতার ডজন খানেক মামলা দেয় আবু তালেব ও সিদ্দিক গং।

গত জুলাই আন্দোলনের দীর্ঘ তেরো বছর পর বাড়িতে ফিরে তিনি দেখছেন সেই সকল আগুন সন্ত্রাসী আর দুর্বৃত্তরা চোখের সামনে দিব্বি ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিক ভাবে। তাদের ভেতরে নেই কোনো অনুশোচনা কিংবা কৃত অপকর্মের ভয়।

এ বিষয়ে জামায়াত নেতা মোশারাফ হোসেন জানান, স্বৈরাচার হাসিনা পালালেও আমারসহ চৌমুহনী বাজারে সতেরোটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছিলো, এলাকার ১১টি বাড়িতে লুটপাট ও আগুন ধরিয়ে উল্লাস করেছিলো আজও তারা সামনের মাথায় ঘুরে বেড়াচ্ছে? কাদের আশ্রয়ে আর কোন সাহসে? নির্দোষ ও সরলমনা মানুষদের ধরে ধরে পুলিশের গাড়িতে তুলে দিয়েছিল, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী ও চাঁদাবাজী করে ২০১৩ পরবর্তীতে যারা আঙ্গুলফুলে কলাগাছ হয়েছে তারা আজও বেপরোয়া। তাদের ভয়ে এখনো রাত কাটাতে হচ্ছে সেই সময়ের ক্ষতিগ্রস্ত ও হামলা, মামলায় জর্জরিত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের। আমি এহেন হীন কর্মকান্ডে জড়িত সকলের শাস্তি চাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!