রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বালিথায় বি”ষপ্র”য়োগে অ”চেতন করে ঘরে ঢুকে কাগজপত্র, টাকা-গ”হনা চু”রির অ”ভিযোগ “অনলাইন কম্পিউটার” এর নতুন ও আধুনিক কম্পিউটার শো-রুম উদ্বোধন ১৯ নভেম্বর তালার পাটকেলঘাটায় ইমাম–মুয়াজ্জিন–উলামা সমাবেশ তালায় হাব’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় দরিদ্র নারীদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ সামগ্রী বিতরণ সাতক্ষীরা সদরের ১৪টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফের একাট্টা  সাতক্ষীরা-৩ আসনে বিএনপি নেতা ডা. শহিদুল আলমের দলীয় মনোনয়নের দা”বিতে বি”ক্ষোভ ও সমা”বেশ সাতক্ষীরার- ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী আলাউদ্দিন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত  সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে বিএনপি নেতা তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ  কালিগঞ্জের জামেয়া তা’লীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক মাহফিল ও সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জের ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন -১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন ‘২৫) গভীর রাতে শেষ হয় এ অধিবেশন। এর আগে বেল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এ অধিবেশনের শুভ উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির গদিসমাসীন ঠাকুর মহামতুয়াচার্য শ্রী অভিতাভ ঠাকুর।

দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যায় সংগঠনের সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে শুরু হয় সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন। মঙ্গল আশীর্বাণী প্রদান করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদ ও আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘের সভাপতি মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর এবং শ্রীধাম ওড়াকান্দির মতুয়াচার্য শ্রীমান অংশুজিৎ ঠাকুর। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির কুমার বড়াল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী মিন্টু বিশ্বাস ও মতুয়া শ্রী অসীম কুমার মজুমদার।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গুরু গোঁসাইবৃন্দ।

এসময় পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির রমনা ঢাকার সভাপতি এ্যাড. কালীপদ মৃধা, মতুয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মতুয়ারত্ন নিত্যানন্দ মজুমদার, মতুয়ারত্ন দশরথ মন্ডল, মতুয়ারত্ন শংকর গোসাই সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে রাত ২ টার সময় সংগঠনের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, নির্বাহী সভাপতি মতুয়ামাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির কুমার বড়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস এবং পাঁচজন সাংগঠনিক সম্পাদক মতুয়া মিন্টু বিশ্বাস, মতুয়া শ্রী অসীম কুমার মজুমদার, মতুয়া শ্রী অসীম কুমার পাল, মতুয়া শ্রী চন্দন বর ও মতুয়া শ্রীমতী শিউলি রানী রায় সহ ৫০১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

এ অধিবেশনকে কেন্দ্র করে ওইদিন ওড়াকন্দি ঠাকুর বাড়িতে ঢল নামে মতুয়া ভক্তদের। সংগঠনের বিভিন্ন জেলা কমিটির ভক্তবৃন্দ সমবেত হন সেখানে। কাশ ডাঙ্কা বাজিয়ে দলে দলে উপস্থিত হন মতুয়ারা। পুণ্য অর্জনে তারা সেখানকার কামনা সাগর পুকুরে স্নান সেরে প্রণাম জানান হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে। সেখানে দিনব্যাপী চলে পূজা পার্বণ আর প্রসাদ বিতরণসহ নানা আয়োজন। শ্রীশ্রী হরি সংগীত ও মহা সংকীর্তন পরিবেশন করেন মতুয়া রত্ন শ্রী সদানন্দ বড়াল, শ্রী দশরথ মন্ডল, শ্রী হরিপদ ধর ও শ্রী বিমল কৃষ্ণ মৃধা। কবিগান পরিবেশন করেন লোককবি মতুয়া শ্রী তন্ময় বিশ্বাস ও তার দল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!