সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু সাতক্ষীরায় পুরাতন মোটরযান বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান শুরু  তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণ*পিটু*নিতে হাম*লাকা*রীর মৃ*ত্যু কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ বিএনপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন সাংবাদিক মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সুস্থতা কামনা সাংবাদিক মনিরুল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাস’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন -১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন ‘২৫) গভীর রাতে শেষ হয় এ অধিবেশন। এর আগে বেল ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে এ অধিবেশনের শুভ উদ্বোধন করেন শ্রীধাম ওড়াকান্দির গদিসমাসীন ঠাকুর মহামতুয়াচার্য শ্রী অভিতাভ ঠাকুর।

দিনব্যাপী নানা আয়োজন শেষে সন্ধ্যায় সংগঠনের সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুরের সভাপতিত্বে শুরু হয় সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন। মঙ্গল আশীর্বাণী প্রদান করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যুব সংসদ ও আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘের সভাপতি মতুয়াচার্য শ্রী সম্পদ ঠাকুর এবং শ্রীধাম ওড়াকান্দির মতুয়াচার্য শ্রীমান অংশুজিৎ ঠাকুর। মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির কুমার বড়াল। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মতুয়া শ্রী মিন্টু বিশ্বাস ও মতুয়া শ্রী অসীম কুমার মজুমদার।
এছাড়াও বক্তব্য রাখেন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গুরু গোঁসাইবৃন্দ।

এসময় পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির রমনা ঢাকার সভাপতি এ্যাড. কালীপদ মৃধা, মতুয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মতুয়ারত্ন নিত্যানন্দ মজুমদার, মতুয়ারত্ন দশরথ মন্ডল, মতুয়ারত্ন শংকর গোসাই সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধিবেশন শেষে রাত ২ টার সময় সংগঠনের নবগঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সভাপতি মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর, নির্বাহী সভাপতি মতুয়ামাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির কুমার বড়াল, যুগ্ম সাধারণ সম্পাদক মতুয়া শ্রী দেবাশীষ বিশ্বাস এবং পাঁচজন সাংগঠনিক সম্পাদক মতুয়া মিন্টু বিশ্বাস, মতুয়া শ্রী অসীম কুমার মজুমদার, মতুয়া শ্রী অসীম কুমার পাল, মতুয়া শ্রী চন্দন বর ও মতুয়া শ্রীমতী শিউলি রানী রায় সহ ৫০১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়।

এ অধিবেশনকে কেন্দ্র করে ওইদিন ওড়াকন্দি ঠাকুর বাড়িতে ঢল নামে মতুয়া ভক্তদের। সংগঠনের বিভিন্ন জেলা কমিটির ভক্তবৃন্দ সমবেত হন সেখানে। কাশ ডাঙ্কা বাজিয়ে দলে দলে উপস্থিত হন মতুয়ারা। পুণ্য অর্জনে তারা সেখানকার কামনা সাগর পুকুরে স্নান সেরে প্রণাম জানান হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে। সেখানে দিনব্যাপী চলে পূজা পার্বণ আর প্রসাদ বিতরণসহ নানা আয়োজন। শ্রীশ্রী হরি সংগীত ও মহা সংকীর্তন পরিবেশন করেন মতুয়া রত্ন শ্রী সদানন্দ বড়াল, শ্রী দশরথ মন্ডল, শ্রী হরিপদ ধর ও শ্রী বিমল কৃষ্ণ মৃধা। কবিগান পরিবেশন করেন লোককবি মতুয়া শ্রী তন্ময় বিশ্বাস ও তার দল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!