প্রাকৃতিক দূর্যোগ সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ী সাইক্লোন সেল্টারসহ ছিন্নমূল ১৫০টি পরিবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে এ খাদ্য সামগ্রী প্রদান করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।
পরে আম্পানে ক্ষতিগ্রস্ত নির্মাণাধীন রিংবাধঁ পরিদর্শন ও এলাকার মানুষের খোঁজ খবর নেন এবং নিজ উদ্যোগ সহায়তা প্রদান করেন। খাদ্য সহায়তা প্রদানকালে যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ঘূর্ণিঝড় আম্পানের প্রভাব মোকাবেলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন সরকার কাজ করে যাচ্ছে। আগামী দিনও আমার নিজ উদ্যোগে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।’
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘোরামী, ইউপি সদস্য ও যুবলীগ নেতা আব্দুর রউফ, মনিরুজ্জামান লিটন, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল, সাতক্ষীরা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (আল আমিন), শিমুল হোসেন, এসএম জাকারিয়াসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।