সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু সাতক্ষীরায় পুরাতন মোটরযান বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান শুরু  তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণ*পিটু*নিতে হাম*লাকা*রীর মৃ*ত্যু কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ বিএনপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন সাংবাদিক মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সুস্থতা কামনা সাংবাদিক মনিরুল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাস’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাতক্ষীরায় পরিবেশ দিবস ২০২৫, উৎপাদন ও ব্যক্তি পর্যায়ে প্লাষ্টিক পরিহারের আহবান

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ কে সামনে রেখে বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) সকাল ১০ টায় সাতক্ষীরার শহিদ আঃ রাজ্জাক পার্কে “এ্যানভায়রনমেন্ট প্রোটেকশন ফোরাম (ইপিএফ)”  ও এএলআরডির এর উদ্যোগে এবং স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, সৃজনি, সিডো, হেড, ক্রীসেন্ট, নদীবাঁচাও আন্দোলন, ভূমিহীন সমিতি সাতক্ষীরা, সহ  স্থানীয় বিভিন্ন পরিবেশ সংস্থা এবং তরুণদের  নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষ্যে  দিবসের প্রতিপাদ্য বিষয় -“প্লাস্টিক দূষণের অবসান ” সম্বলিত বিভিন্ন দাবী নিয়ে “মানববন্ধন” অনুষ্ঠিত  হয়েছে।

মানববন্ধন শেষে পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হয়।

বক্তারা প্লাষ্টিক ও পলিথিনের ব্যবহার বন্দে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ের উদ্যোগের প্রতি এবং ব্যবহারিক সচেতনতার প্রতি গুরুত্ব আরোপ করেন। ইপিএফ এর সভাপতি মাধব চন্দ্র দত্তরে সভাপতিত্বে অনুষ্ঠিত  অনুন্ঠান সঞ্চালনা করেন ইপিএফ সমন্বয়কারী সাংবাদিক ফারুক রহমান, অবস্থান পত্র ঘোষনা করেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন।

বক্তব্য রাখেন প্রথম আলো নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জূ, ক্রীসেন্ট পরিচালক আবুজাফর সিদ্দীকি, সিডো সংস্থার পরিচালক শৗ্যামল বিস্বাস, মফিজুল ইসলাম, ভুমিহীন নেতা আব্দুস সামাদ, স্বপন পান্ডে, যুব নেতা হৃদয় মন্ডল, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য জ্যোৎস্না দত্ত সভানেত্রী, আনজুয়ারা মিলি , নারী নেত্রী সালেকাহক কেয়া,, রুপা বসু, স্কুল ছাত্রী অনিকা কর্মকার,জয় সরদার, দেবজ্যোতি ঘোষ, মফিজুল ইসলাম, প্রমুখ।

বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিদিন ৮ হাজার টন প্লাস্টিক বর্জ্য নিক্ষিপ্ত হচ্ছে সাগরে। যা কৃষিজমি, খাল-বিল, নদী, জলাশয় হয়ে সাগরে নামছে। সেই প্লাস্টিক পরবর্তিতে মাইক্রোপ্লাস্টিকে রুপান্তরিত হয়ে সাগরের পানিতে মিশছে।
প্লাস্টিক আমাদের জীবন চলার জন্য প্রয়োজনীয় সামগ্রীতে আবদান রাখছে কিন্তু এর বর্তমান উৎপাদন ও ব্যবহার মাত্রা আমাদের স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকিতে ফেলছে। পৃথিবীতে যে হারে প্লাস্টিক দূষণ বেড়ে চলছে সে হারে প্লাস্টিক রি-সাইকেল বা ব্যবস্থাপনা হচ্ছে না। বিশ্বে উৎপাদিত প্লাস্টিক বর্জ্যের পরিমান ৪৩০ মিলিয়ন টন, যার মধ্যে তিন ভাগের দুই ভাগ বর্জ্য সাগরের পানিতে মিশছে। যা আবার খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করছে। সাগর কখনই প্লাস্টিককে গ্রহণ করে না, এই প্লাস্টিক দীর্ঘদিন পানিতে থেকে মাইক্রোপ্লাস্টিকে রুপান্তরিত হয়। যার কারণে বর্তমানে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। এই মাইক্রোপ্লাস্টিক অপচনশীল বা বায়োডিগ্রেডেবল না হওয়ার কারণে মানব শরীরে, স্থল ও জলজীবের মারাত্মক ক্ষতি করছে। প্লাস্টিক নদী, জলাশয়, কৃষিজমির মাটিতে মিশে মাটি ও প্রকৃতির ক্ষতি করছে।

বাংলাদেশে প্লাস্টিক প্রডাক্ট সংক্রান্ত আইন সমূহের বেশিরভাগই প্লাস্টিক প্রডাক্ট উৎপাদন নিয়ন্ত্রণের লক্ষে প্রনয়ন করা হয়েছে। ২০২১ সনে হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক কঠোরভাবে নিয়ন্ত্রনের আদেশ দেয়। বাংলাদেশই প্রথম দেশ যারা (২০০২ সনে) প্লাস্টিক শপিংব্যাগ ব্যবহার নিয়ন্ত্রণের জন্য নিষেধাজ্ঞা জারী করেছিল। সেই আইনটি যথাযথ কার্যকর না হওয়ায় বর্তমান সরকার (অক্টোবর ২০২৪) দোকানপাটে প্লাস্টিকজাত পলিথিন ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণকে প্রাধান্য দিয়ে আইনটিকে পুনর্বহাল করেছে। যাতে নির্দেশনা দেয়া হয় যে, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পলিথিনজাত সামগ্রী ব্যবহারকারীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকজাত উৎপাদিত পণ্য ক্রোক করতে পারবে বা উক্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে। দুঃখজনক হলো বাংলাদেশে গৃহস্থালী পর্যায়ে প্লাস্টিক বর্জ্য উৎপাদনকারীদের মধ্যে বর্জ্যের ধরণ অনুযাযী পৃথক করার কোন চর্চাই করা হয় না এবং সরকারিভাবেও এই বিষয়ে কোন উদ্যোগ, প্রচারণা বা প্রকাশনা লক্ষ্য করা যায় না।

বেসরকারি সংস্থাগুলো নানাভাবে প্লাস্টিক পণ্য তৈরী মোড়কজাত/ বোতলজাতকরণের মাধ্যমে অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিকজাত পণ্য তৈরী করছে। বর্তমানে সহস্রাধিক ছোটবড় বেসরকারী কোম্পানী প্লাস্টিকজাত পণ্য উৎপাদন করছে ও বিদেশে রপ্তানিও করছে। এছাড়াও ছোট ছোট বা ক্ষুদ্র আয়তনের যত্রতত্র লাইসেন্সবিহীন প্লাস্টিক পণ্য উৎপাদনকারী রয়েছে।

উপরোক্ত পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের কাছে ইনভারয়নমেন্ট প্রটেকশন ফোরাম সরকার, .বেসরকারি প্রতিষ্ঠান, জনগন ও মিডিয়ার প্রতি আহবান জানান:

* বর্তমান সরকার প্রদত্ত ২০২৪ এ প্রণীত পলিথিনজাত প্লাস্টিক ব্যাগের গ্রোসারিতে ব্যবহার নিয়ন্ত্রণে পুনর্বহালকৃত আইনটি যথাযথ বাস্তবায়ন করুন।

* পলিথিন প্লাস্টিকজাত ব্যাগের উৎপাদন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহকে আইনের আওতায় আনুন।

* পলিথিনজাত প্লাস্টিক দ্বারা উৎপাদিত একবার ব্যবহারযোগ্য ব্যাগ, পানির বোতল এবং অন্যান্য পণ্যের লাগামহীন এবং অনিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণে আনার সকল ব্যবস্থা গ্রহণ করুন।

* বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াকে আরো জোরদার করুন, বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট জনবল এবং কারিগরি প্রক্রিয়াকে শক্তিশালী করুন।

* বর্জ্যব্যবস্থাপনার সংগে সংশ্লিষ্ট সকল সংস্থা বিশেষ করে সিটি করপোরেশন/পৌরসভাসহ স্বাস্থ্য ও পরিবেশ দপ্তরসমূহকে বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সক্রিয় করুন।

* গৃহস্থালী ও অন্যান্য উৎস হতে উদ্ভুত বর্জ্যের ব্যবস্থাপনায় জনগনের অংশগ্রহণ নিশ্চিত করুন। এবং উক্ত বিষয়ে নীতিমালা প্রনয়ন করুন।

* বাজারে ব্যবহৃত পলিথিনজাত প্লাস্টিক ব্যাগ উৎপাদন বন্ধ করুন এবং বিকল্প ব্যাগ উৎপাদনের জন্য উৎসাহের যোগান দিন যেমন কারিগরি সহায়তা, অর্থায়ন ইত্যাদি।

জনগণ এবং বেসরকারি সংস্থার প্রতি আমাদের আহবান:

* একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকব্যাগ ও অন্যান্য পণ্য যেমন প্লাস্টিকের তৈজসপত্র/কাটলারিস (প্লাস্টিকের কাটাচামুচ, ছুরি প্লেট কাপ গ্লাস ইত্যাদি) প্লাস্টিকের মিনি প্যাকেট এবং পানির বোতল ব্যবহার বর্জন করুন।

* বাজারে ব্যবহৃত পলিথিনজাত প্লাস্টিক ব্যাগের বিকল্প ব্যাগ (যেমন পাট, কাপড়, চামড়া, বেত, বাঁশ ইত্যাদি) উৎপাদনের জন্য উদ্যোগ নিন এবং সমর্থন করুন।

* একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যাগ, পানির বোতল ও অন্যান্য পণ্য ব্যবহারের নেতিবাচক দিক নিয়ে জনগণের মধ্যে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়াতে প্রচারাভিযান পরিচালনা করুন।

মিডিয়ার কাছে আমাদের আহবান:

প্লাস্টিকজাত বর্জ্য উদ্ভুত দূষণ কমাতে মিডিয়ার ভূমিকা অনস্বীকার্য বিশেষ করে দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং প্রচার করা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!