সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু সাতক্ষীরায় পুরাতন মোটরযান বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান শুরু  তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণ*পিটু*নিতে হাম*লাকা*রীর মৃ*ত্যু কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ বিএনপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন সাংবাদিক মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সুস্থতা কামনা সাংবাদিক মনিরুল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাস’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশের সবুজ রূপান্তর ও টেকসই ভবিষ্যতের ভিত্তি- বাহলুল আলম

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৩৯ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তন এখন বৈশ্বিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার অন্যতম প্রধান চালিকা শক্তি। IPCC-এর গবেষণা বলছে, গ্রিনহাউস গ্যাস নির্গমনের কারণে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে তা পৃথিবীর পরিবেশ, জীববৈচিত্র্য ও মানব সমাজের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। এই প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানি—যেমন সৌর, বায়ু, জলবিদ্যুৎ, বায়োমাস ও ভূতাপীয় শক্তি ব্যবহারের মাধ্যমে শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করে একটি সবুজ রূপান্তর (Green Transition) বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। বিশেষত বাংলাদেশের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ ও উন্নয়নশীল দেশে এই রূপান্তর কেবল পরিবেশ সংরক্ষণই নয়, বরং জাতীয় অর্থনীতি পুনর্গঠন, দারিদ্র্য হ্রাস, এবং নারীর অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়ন-এর জন্য গুরুত্বপূর্ণ।

জ্বালানি খাতে সবুজ রূপান্তরের প্রেক্ষাপট বাংলাদেশ ২০২২ সালে প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের জীবাশ্ম জ্বালানি আমদানি করেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। অন্যদিকে, ২০৪১ সালের মধ্যে ৪০% নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেশটি একটি সবুজ ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। এই উদ্যোগ জাতীয় অর্থনীতিকে স্থিতিশীলতা প্রদান করবে, কারণ স্থানীয় নবায়নযোগ্য প্রকল্পে বিদেশি জ্বালানির ওপর নির্ভরশীলতা কমবে, এবং কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের ভেতরেই।

বর্তমান অবস্থা ও বাজেটীয় প্রতিফলন (সংযোজিত অংশ) ২০২৫ সালের শুরুতে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ মাত্র ৪.৫%, যা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে। সরকার ২০৪১ সালের মধ্যে এই হার ৪০%-এ উন্নীত করার লক্ষ্য নিলেও বাস্তবায়নের গতি এখনও সন্তোষজনক নয়।

২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে, নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ ছিল মাত্র ৭০০ কোটি টাকা, যেখানে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পের বরাদ্দ ছিল প্রায় ১০ গুণ বেশি। এই বৈষম্য বর্তমান ‘সবুজ উন্নয়ন’ নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া, Renewable Energy Policy 2008 এবং Power System Master Plan 2016-2041-এ নবায়নযোগ্য শক্তির প্রসারের লক্ষ্য থাকলেও বাস্তবে সরকারের মনোযোগ অনেক বেশি কয়লা ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে।

জমি বরাদ্দ, ট্যারিফ নির্ধারণ ও অনুমোদন প্রক্রিয়ায় একাধিক সংস্থার সমন্বয়হীনতা প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত করছে। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে নীতির অস্থিতিশীলতা ও দীর্ঘসূত্রতা বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ প্রকল্পগুলোতে ব্যাংক ঋণ ও প্রণোদনার অভাব একটি বড় প্রতিবন্ধক।

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ অগ্রগতি ও তথ্য সংযোজন পাবনা সৌরবিদ্যুৎ প্রকল্প (২০২৪): ৮০ মেগাওয়াট ক্ষমতার এই প্রকল্প চালু হলে বছরে ১ লক্ষ টন CO₂ নির্গমন হ্রাস পাবে।

‘Net Metering’ নীতি: বাসাবাড়ি ও শিল্পপ্রতিষ্ঠানে সৌর প্যানেল বসিয়ে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ক্রেডিট নেওয়ার সুযোগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের হার বেড়েছে প্রায় ৩০%।

সবুজ কর্পোরেট বন্ড (Green Bond): বাংলাদেশ ব্যাংক ২০২৩ সালে ২০০ কোটি টাকার একটি সবুজ বন্ড অনুমোদন করেছে, যা নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করবে।

‘Renewable Energy Credit (REC)’ পাইলট প্রকল্প চালু হয়েছে, যা কার্বন ট্রেডিং ও বিনিয়োগ টানার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে।

পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব বাংলাদেশের শহরগুলো, বিশেষ করে ঢাকা, বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে। জীবাশ্ম জ্বালানি থেকে নির্গত PM 2.5, সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড শ্বাসজনিত রোগ বৃদ্ধির জন্য দায়ী। নবায়নযোগ্য শক্তির প্রসার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে তাৎপর্যপূর্ণ। স্বাস্থ্য অর্থনীতিবিদদের মতে, শুধুমাত্র পরিবেশ দূষণের কারণে প্রতিবছর দেশের জিডিপির প্রায় ১.৪% সমমূল্য অর্থনৈতিক ক্ষতি হয়।

নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য হ্রাসে নবায়নযোগ্য জ্বালানি বিশ্বব্যাংক ও UNDP-এর তথ্য অনুযায়ী, নবায়নযোগ্য জ্বালানির প্রসার গ্রামীণ নারীদের জন্য উদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার নতুন সুযোগ তৈরি করেছে। নারী উদ্যোক্তারা সৌর প্যানেল বিক্রি, স্থাপন ও রক্ষণাবেক্ষণে অংশ নিচ্ছেন। এতে নারীর আয়, দক্ষতা ও সামাজিক অবস্থান উন্নত হচ্ছে।

এছাড়া, বিদ্যুৎ সুবিধার মাধ্যমে রাতের পড়ালেখার সুযোগ বৃদ্ধি, শিশুদের স্বাস্থ্যসেবা, এবং ছোট ব্যবসার সময় বাড়ছে, যা দারিদ্র্য হ্রাসের একটি সরাসরি উপায় হয়ে দাঁড়িয়েছে। প্রতি ১০০০ সোলার হোম সিস্টেমে প্রায় ১৫ জন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে IDCOL রিপোর্টে উল্লেখ রয়েছে।

প্রধান চ্যালেঞ্জ ও কৌশলগত উত্তরণ নবায়নযোগ্য খাতে এখনো কিছু কাঠামোগত সমস্যা রয়েছে: প্রাথমিক বিনিয়োগ ব্যয় বেশি প্রযুক্তিগত দক্ষতার অভাব জমির স্বল্পতা আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা

এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন-সবুজ অর্থায়ন সহজ করা প্রযুক্তি হস্তান্তর ও প্রশিক্ষণ ছাদভিত্তিক ও ভাসমান সোলার প্ল্যান্টে বিনিয়োগ নীতিগত সমন্বয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বেসরকারি খাত ও স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাত এখন শুধু একটি এ্যানার্জি খাত নয়, বরং জলবায়ু অভিযোজন, অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, এবং প্রগতিশীল উন্নয়ন কৌশল-এর ভিত্তি হয়ে উঠছে। জাতীয় পরিকল্পনা, আন্তর্জাতিক সহযোগিতা ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে নবায়নযোগ্য শক্তিকে যদি জাতীয় অগ্রাধিকারে আনা যায়, তবে বাংলাদেশ আগামী দশকে জ্বালানি নিরাপত্তা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণ—এই চারটি খাতে যুগান্তকারী সাফল্য অর্জন করতে পারবে।

লেখক: বাহলুল আলম, জলবায়ু বিশ্লেষক ও উন্নয়নকর্মী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!