সোমবার, ২১ জুলাই ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত  পরিবেশ রক্ষায় সাতক্ষীরায় রাইট টক বাংলাদেশের বৃক্ষরোপণ কালীগঞ্জে প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু সাতক্ষীরায় পুরাতন মোটরযান বন্ধে বিআরটিএর বিশেষ অভিযান শুরু  তালায় শিক্ষককে কু*পিয়ে হ*ত্যা, গণ*পিটু*নিতে হাম*লাকা*রীর মৃ*ত্যু কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম গংয়ের বিরুদ্ধে এক ব্যক্তির পৈত্রিক সম্পত্তি জবর দখল চেষ্টার অভিযোগ বিএনপি’র দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা কৃষক দলের বৃক্ষরোপন সাংবাদিক মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সুস্থতা কামনা সাংবাদিক মনিরুল ইসলাম মনি সড়ক দূর্ঘটনায় অসুস্থ সাতক্ষীরা প্রেসক্লাবের আশু সুস্থতা কামনা তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে সাতক্ষীরায় জাসাস’র মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

উত্তরণের প্রকল্পের লেসন লার্ণ ওয়ার্কশপ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

লক্ষীপুরে উত্তরণের লেসন লার্ণ প্রকল্পের ওয়ার্কশপ সোমবার (২৬ মে ‘২৫) জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুরাইয়া আক্তার লাকী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম। প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেনের রিক্তা রানী দাস, ম্যানেজার ফ্লাশ ফ্লাড রিকভারী মোস্তাফিজুর রহমান, মামুনুর রশিদ এবং লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপকারভোগী এবং উত্তরণ কর্মীবৃন্দ।

উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবারকে সহযোগিতা প্রদানের জন্য দাতা সংস্থা ইকো, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান। কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও প্রকল্প হাতে নেয়া এবং আরও বেশী উপকারভোগীকে সহযোগিতা করার আহবান জানান।

বক্তারা বলেন, দাতা সংস্থা ইকো এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত রেসটোরেশন অফ বেসিক সার্ভিসেস এণ্ড লাইভলী হুড ইন নোয়াখালী এবং লক্ষ্মীপুর ডিষ্ট্রিক ইন বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার বাংগাখাঁ, দিঘলী,মান্দারী ইউনিয়ন এবং কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চরকাদিরা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের পর লাইভলীহুড সাপোর্ট,শর্তহীন টাকা প্রদান, ল্যাট্রিন ও টিউবওয়েল মেরামত এবং হাইজিন প্রোমোশন ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রকল্পের মাধ্যমে উল্লেখিত ইউনিয়নে ২ হাজার পরিবারের মাঝে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারে শর্তহীন ৬ হাজার টাকা, ১৭৫ পরিবারের মাঝে প্রতিটি পরিবারে শর্তহীন নগদ অর্থ ৬ হাজার টাকা প্রদান করা হয়েছে।

এছাড়াও উপকারভোগীদের দক্ষতা উন্নয়নের জন্য স্ব স্ব উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক ১২০০ পরিবারকে দিনব্যাপী লাইভলীহুড প্রশিক্ষণ (গবাদি পশু/হাঁস-মুরগি পালন, দর্জি/কাপড় ব্যবসা/কুটির শিল্প এবং ক্ষুদ্র ব্যবসা) প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষিত ১২০০ পরিবারকে বিকাশের মাধ্যমে প্রতিটি পরিবারকে প্রথম বার ৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং দ্বিতীয়বার ৯ হাজার টাকাসহ ১২০০ পরিবারের প্রতিটি পরিবারকে ১৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। উল্লেখিত কার্যক্রম বাস্তবায়নে লক্ষ্মীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সার্বিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০০ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৪ অপরাহ্ণ
  • ৫:২২ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!