রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন

পূজা সরকারকে ফিরে পেতে ব্যাকুল তার পরিবার 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ পৌরসভার  ব্যাংকপাড়া এলাকার ৬২৫ নং হোল্ডিং এ বড়বোন মৌসুমী সরকার দোলা ও বোনজামাই নারু গোপাল সরকারের বাসায় বসবাসরত পূজা সরকার (১৭) কে ফিরে পেতে আইন-শৃঙ্খলা বাহিনী সহ সমাজের হৃদয়বান ও মানবিক মানুষের সার্বিক সহযোগিতা চেয়েছেন হারিয়ে যাওয়া পূজা সরকারের বড় বোন মৌসুমী সরকার দোলা সহ তার আত্মীয়-স্বজন।

চলতি মাসের গত শনিবার (১১ মে ‘২৫) রাত আনুমানিক ৯ টার পর থেকে তাকে আর উক্ত বাসায় খুঁজে পাওয়া যাচ্ছে না। পাড়া-প্রতিবেশী সহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত সকল জায়গায় তাকে খুঁজে না পেয়ে পরবর্তীতে তার বোন মৌসুমী সরকার দোলা গোপালগঞ্জ সদর থানায় গত শনিবার (১১ মে) রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যাহার নম্বর ৫৭৯।

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, নিখোঁজ পূজা সরকার, বয়স -১৭ বছর, উচ্চতা ৫ ফুট ৫” ইঞ্চি, গায়ের রং শ্যামলা, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো কলাপাতা (টিয়া) রং এর থ্রি-পিছ। সে বাবু সরকার ও অঞ্জু সরকারের কনিষ্ঠ কন্যা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি হারিয়ে যাওয়া পূজা সরকারের সন্ধান পান তাহলে গোপালগঞ্জ সদর থানা সহ নিকটস্থ থানায় অথবা তার বড় বোনের মুঠো ফোন ০১৯৫৮৩৪১১২২ নম্বরে যোগাযোগ করার আকুল আবেদন জানিয়েছেন। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!