প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৯:০০ পি.এম
রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রী করার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের ঘোষনানুযায়ী রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে সমমানের এক দফা দাবীতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল '২৫) সকাল ১১ টার দিকে সাতক্ষীরার খুলনা রোডের মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ২৭ এপ্রিল বিএনএমসি তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) এর রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশী হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচী। আমরা ওই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারাদেশে একযোগে এ কর্মসূচী পালিত হচ্ছে। আমাদের দাবী পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ডিগ্রি পাস কোর্স বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল নার্সিং কলেজ ও ইনস্টিটিউটে একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বক্তারা আরো বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীদের সম্মিলিত শক্তিই আমাদের বিজয়ের নিশ্চয়তা।
নার্সিং শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার কথা উল্লেখ করে বক্তারা বলেন, এই দিনটিকে বাংলাদেশের নার্সিং ইতিহাসের কালো দিন হিসেবে চিহ্নিত করে গতরাতে প্রতিটি নার্সিং কলেজ এবং ইনস্টিটিউট এর সামনে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। যদি
আজ সোমবারের মধ্যে দাবি পূরণ না হয় তাহলে আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার লং মার্চ ঢাকা শহীদমিনার টু বিএনএমসি পালন করা হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিডিএসএনইউ সাতক্ষীরার সমন্বয়ক ও সাতক্ষীরা সদর হাসপাতালের ইন্টার্ন নার্স মো. শাহাদত হোসেন, নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আলীম, মিডওয়াফারী ৩য় বর্ষের শিক্ষার্থী বৃষ্টি আচার্য, ২য় বর্ষের শিক্ষার্থী আবু সাইদ, ৩য় বর্ষের ওমর ফারুক, নূরী আকতার, তাছলিমা আক্তার ঝুমুর, মার্লিন শিকদার প্রমুখ।
Copyright © 2025 DESHTIMES 24. All rights reserved.