সাতক্ষীরার ভোমরা সীমান্তের শ্রীরামপুর ব্রীজ এলাকা থেকে সোমবার (১৪ এপ্রিল ‘২৫) বিজিবির অভিযানে ৯০টি হিরার নাকফুল আটক করা হয়েছে। আটক নাকফুলের দাম ২৩ লাখ ৯০ হাজার টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক মঙ্গলবার (১৫ এপ্রিল ‘২৫) সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
এ সময় ১ জন চোরাকারবারী পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমণের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্যাকেট ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া প্যাকেট এর মধ্য হতে ৯০টি হীরার নাকফুল আটক করে।
উক্ত আটককৃত হীরার নাকফুল যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।