গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ঐতিহ্যবাহী প্রভাকরদী আবুবকর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নবনির্বাচিত কার্যকরি পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ‘২৫) মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত পরিচিতি ও মতবিনিময় সভায় কার্যকরি পরিষদের সভাপতি আরিফ হায়দার রিপনের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার রবিউল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুকসুদপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছালাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, সাধারণ সম্পাদক তারিকুলু ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, আলহাজ্ব হাফিজুর রহমান মুন্সি, মাদ্রাসার সাবেক সভাপতি মো. হারুনুর রশিদ, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান জাহিদ, পৌরসভার সাবেক কমিশনার এ্যাড. বাকির হোসেন সরদার, সাবেক কমিশনার শরিফুল রোমান আমির, সাবেক কমিশনার মো. কাজল শেখ, সাবেক কমিশনার দেলোয়ার হোসেন বিশ্বাস, অভিভাবক সদস্য হাফিজুর রহমান বাসু, বিশিষ্ট সমাজ সেবক হাদিউর রহমান দীপু, মো. আঃরাজ্জাক মাতুব্বর, মো. আঃ শুকুর মুন্সি, মো.জামাল মুন্সি, মো. হাজী সুলতান মুন্সি, মো.আঃ রাজ্জাক মুন্সি, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুল কাইয়ূম মুন্সি, উপজেলা মৎসজীবি দলের সভাপতি মাহমুদ খান রাজু, পৌর ছাত্র দলের সভাপতি আশিক মুন্সি, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আহমেদ দীপু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।