গাজায় ইজরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর ও জেলা শাখা শাখা।
এসময় বলেন, ‘মুখে মানবাধিকারের কথা বলে ইসরাইল চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের ধৃষ্টতা দেখিয়ে চলেছে।’ গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিবির নেতারা।এসময় নেতারা আরো বলেন, ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ঘরে ফিরে যাবে না। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সঙ্গে আমরা রাজপথে অবস্থান করবো।
শুক্রবার (১১ এপ্রিল ‘২৫) বিকালে সাতক্ষীরা খুলনা রোডস্থ মোড় সংলগ্ন শহীদ আসিফ চত্ত্বর থেকে শুরু হওয়া মিছিল নিউমার্কেট চত্বরে বিক্ষোভ মিছিল সমাবেশে শিবিরের নেতারা এসব কথা বলেন।
এসময় শহর শিবিরের সেক্রেটারী মেহেদী হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুর রহিমসহ হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন।