সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় শিক্ষক অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার (২২ মার্চ-২৫) বিকেল ৫টায় সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে শিক্ষক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এটি এম শরিফুল আজাদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট শেখ আব্দুস সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ও সাবেক চেয়ারম্যান আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শেখ খাইরুল ইসলাম, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষকদলের সাবেক সেক্রেটারী শেখ রবিউল ইসলাম, কুশুলিয়া বিএনপির সাবেক আহবায়ক এস এম হাফিজুর রহমান বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কলেজ শিক্ষকের প্রতিনিধির শফিক আহমেদ দবীর, মাধ্যমিক স্কুল পর্যায়ের প্রতিনিধি শেখ মোস্তাহিদ রহমান লিটন, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি শেখ হোসেন আলী, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি জহুরুল ইসলাম ও রেজাউল করিম রেজা প্রমূখ। সভায় কলেজ মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা সহ শিক্ষক অ্যাসোসিনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।