সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (২০ মার্চ’২৫) বিকালে গাজীরহাট শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম। দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।