যাত্রীসেবা নিশ্চিত ও অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ এর উদ্যোগে জেলা বাস টার্মিনাল এলাকায় রোডশো ও বাস কাউন্টার পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ‘২৫) সকাল ১১ টায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন এবং বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সমন্নয়ে এই কার্যক্রম পরিচালিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব খালিদ হাসানের নেতৃত্বে বাস টার্মিনাল এলাকার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয় এবং যাত্রীদের সঙ্গে কথা বলা হয়।
পরিদর্শনকালে তিনি যাচাই করেন, ঈদ উপলক্ষে কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে কি না। এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং বাস কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করার নির্দেশ দেন।
একই দিনে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় বিআরটিএ’র পক্ষ থেকে রোডশো পরিচালনা করা হয়। এতে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়, যেখানে ট্রাফিক সাইন, সিগন্যাল, রোড মার্কিং এবং নিরাপদ সড়ক চলাচলের নিয়মাবলী উল্লেখ ছিল।
এ সময় জনাব খালিদ হাসান বলেন, ঈদে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না, তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছি। যাত্রীসেবা নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানো আমাদের মূল লক্ষ্য।
ঝিনাইদহ বিআরটিএ’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাস যাত্রীরা। তাদের দাবি, প্রশাসনের এমন তৎপরতা থাকলে যাত্রী হয়রানি কমবে এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত হবে।