সাতক্ষীরার দেবহাটা উপজেলা মডেল মসজিদ হল রুমে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ‘২৫) সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশান ওয়ার্কিং গ্রুপের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চলনায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, সিএইচসিপি ও সিভিএ গ্রুপের সদস্যরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, পারুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, কুলিয়া ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডল, রাইট টু গ্রো প্রজেক্টের মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সভায় কমিউনিটি ক্লিনিকের মানদন্ড, সেবার মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও পরিকল্পনা গ্রহন করা হয়।