সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে আদালতের আদেশ উপেক্ষা করে মার্কেট (দোকানঘর) নির্মানের অভিযোগ উঠেছে। বাঁধা দিতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কা করছে মামলার বাদী ছামসুর রহমান তরফদারসহ স্থানীয় সচেতন জনগন। তিনি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শঙ্করপুর গ্রামের মৃত ইছাবউদ্দীন তরফদারের পুত্র।
অভিযোগ করে তিনি এ প্রতিনিধিকে জানান, উপজেলার ১ নং কৃষ্ণনগর ইউনিয়নের শঙ্করপুর গ্রামের জেহের আলী কাগুজীর পুত্র সৌদি প্রবাসী রুহুল আমিন ও তার ভাই আব্দুল কাদের কাগুজী, আব্দুল হাকিম কাগুজী, আব্দুর রউপ কাগুজী ও আব্দুর রউপ কাগুজী সম্পুর্ন গায়ের জোরে ছামসুর রহমান তরফদারের নিজ নামীয় ও রেকডিও জমিতে পাঁকা দোকান ঘর নির্মান করছে। বিরোধীয় জমিতে ৪ বছর পুর্বেও জোর পূর্বক কাজ করতে গেলে ১৫ ডিসেম্বর ২০২০ তারিখে মামলা রুজু করে ছামসুর রহমান তরফদার। এসময়ে আদালত সকল প্রকার কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রদান করে একটি আদেশ দেন। এছাড়াও তিনি আশু প্রতিকার চেয়ে ১১৭৬/২০ নম্বর আরেকটি মামলা রুজু করেন। সেখানে থানা পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে এবং কাজবন্ধের নির্দেশ দিলেও অজ্ঞাত খুটির জোরে রুহুল আমিন কাগুজী গং সম্পুর্ণ পরিকল্পিত ভাবে আইন ও আদালতকে উপেক্ষা করে নির্মান কাজ অব্যাহত নেখেছে।
সংশ্লিষ্ট যায়গায় যে কোনো মুহুর্ত্বে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। সে কারণে ভুক্তভোগী ছামসুর রহমান তরফদার থানা পুলিশসহ বাংলাদেশ সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন।