মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ’২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও’, ‘ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে’, ‘ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে’, ‘ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে’, ‘ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি; ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’ আমার নিরাপত্তা চাই, এসব শ্লোগানে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
এসময় মানববন্ধনে আছিয়া হত্যার মামলার দ্রুত বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশানা আরা, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাব পারভীন ও সহকারী সেক্রেটারি জয়নব তাহেরা প্রমুখ।
জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশানা আরা তার বক্তব্যে বলেন,অতি দ্রুত আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। ধষর্ণের মত এমন ঘটনার জন্য ধর্মহীনতার চর্চা ও নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী করা হচ্ছে। এছাড়া আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান করা হোক।