সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের মদনপুর বাজারে চাঁদা না দেওয়ায় এক শো-রুম ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করেছে একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র।
বৃহস্পতিবার (১৩মার্চ ‘২৫) রাত আনুমানিক ৮টার দিকে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে ভুক্তভোগী তেঁতুলিয়া ইউনিয়নের লাউতারা গ্রামের কহিনূর জোয়াদ্দারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর জোয়ারদার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্তরা হলেন, তেতুলিয়া ইউনিয়নের হাতবাস গ্রামের রবিউল মোড়লের ছেলে রাজু মোড়ল (৩৫), শামসুদ্দিন মোড়লের ছেলে আব্দুল মান্নান (৪৫),আমজাদ মোড়লের ছেলে আতাউর রহমান (৩৮), আজিজুর মোড়লের ছেলে রনি (২৬), মজিদ মোড়লের দুই ছেলে রবিউল(৪৫) ও আরিজুল(৪০)।
ভুক্তভোগী জানান, মদনপুর বাজারে জাহাঙ্গীর মটর নামে একটি রিকন্ডিশন মোটরসাইকেল শোরুম আছে। অভিযুক্তরা এলাকা চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ তাদের একটু বিশাল গ্রুপ আছে তাদের কথা কেউ না শুনলে তারা সন্ত্রাসী কায়দায় মারপিট করে। তাদের ভয়ে এলাকায় কেউই মুখ খুলতে চায় না। তারা প্রতিনিয়তই আমার কাছে চাঁদার দাবি করে আমি মাঝে মাঝে কিছু টাকা দেই। ঘটনার দিন আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি দিতে অপারগতা জানালে ঘটনার সময় আমি শো-রুম বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে বের হই এ সময় অভিযুক্তরা সহ অজ্ঞতার ১০-১৫ জন আমাকে দেখামাত্রই টাকা চায় আমার কাছে টাকা নাই জানালে তারা আমাকে বেধড়ক মারপিট করে। এসসময় বাজারের লোকজন স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে তারা আমাকে ফেলে রেখে চলে যায় এবং হুমকি ধামকি দিয়ে যায় টাকা না দিলে প্রাণে মেরে ফেলবে।
এদিকে পূর্বে এই চক্র দ্বারা ভুক্তভোগীর নিকট থেকে চাঁদা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এবিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একটা ভুল বোঝাবুঝি নিয়ে মারামারি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার বাজারে সাধারণ ব্যবসায়ীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।