অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি ‘২৫) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদরা সীমান্তের রাজপুর নামক স্থান থেকে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬ টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, ভারতের নদীয়া জেলার দানতলা থানার ডৌলা গ্রামের বিভূতি রায়ের ছেলে নারায়ণ চন্দ্র (৫১) ও কল্যানী জেলা সদরের মহেন্দ্র সরকারের ছেলে সূধীর সরকার (৫৭)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কলারোয় উপজেলার মাদরা সীমান্ত দিয়ে দুই জন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ কাজী বদরুল আলমের নেতৃত্ব একটি চৌকষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যরন্তরে রাজপুর নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করেন। এ সময় উক্ত স্থান থেকে উক্ত দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এঘটনায় আটক ভারতীয় দুই নাগরিকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।