লোকারণ্যের কোলাহল থেকে বহু দূরে, আজ সুন্দরবনের নিভৃত জগতে হারিয়ে গিয়েছিলাম। সবুজের গভীরতা, নদীর মায়া, আর বনের নিঃশব্দ সঙ্গীত—সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি। গাছের ফাঁক গলে সূর্যের আলো এসে পড়ছে নদীর বুকে, কোথাও হরিণের চপল দৌড়, কোথাও গাছে বসে আছে নিঃশব্দ বাঘের ছায়া। বাতাসে মিশে আছে বনের আদিম গন্ধ, নোনা পানির সোঁদা সুবাস।
এখানে সময় থমকে থাকে, এখানে প্রকৃতি নিজের ছন্দে বাঁচে। কৃত্রিম শহরের ঘেরাটোপ ছেড়ে প্রকৃতির এমন নিবিড় আশ্রয়ে এসে বুঝতে পারলাম, আসল সৌন্দর্য কখনো ইট-কাঠের মধ্যে আটকে থাকে না—তা লুকিয়ে থাকে ম্যানগ্রোভের শিকড়ে, নদীর ঢেউয়ে, শ্বাসমূলের নিঃশ্বাসে।
সুন্দরবন শুধু প্রকৃতি নয়, আমাদের অস্তিত্বের অংশ। আজ সুন্দরবন দিবসে প্রতিজ্ঞা হোক—এই অমূল্য বনরক্ষার, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের। শহর হয়তো দূরে, কিন্তু এই বন, এই নিস্তব্ধতা, এই বেঁচে থাকার লড়াই যেন আমাদের কাছেই থাকে, আমাদের মধ্যেই বেঁচে থাকে।