সাতক্ষীরায় র্যাংকস্ ফার্মাসিটিক্যাল লিমিটেডের সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ‘২৫) সকালে তুফান কনভেনশন সেন্টার’র লেকভিউতে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির আয়োজনে ও র্যাংকস্ ফার্মাসিটিক্যাল লিমিটেডের সৌজন্যে জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সহ-সভাপতি ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে দন্ত চিকিৎসা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা. তাজ নাহার বিডিএস, র্যাংকস্ ফার্মাসিটিক্যাল লিমিটেডের ডাইরেক্টর সেলস জিএম রবিউল ইসলাম, র্যাংকস্ ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহকারি ম্যানেজার মোল্যা রাজিব আহমেদ, জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা ডা. এস.এম আসলাম গনি প্রমুখ। আধুনিক চিকিৎসার মাধ্যমে ও জীবানুমুক্ত যন্ত্রপাতির সাহায্যে মনোরম পরিবেশে দন্তরোগের চিকিৎসা সেবা প্রদান এবং এছাড়া দাঁত ও মুখের যেকোন সমস্যার সঠিক পরামর্শ ও চিকিৎসা বিষয়ে সাইন্টিফিক সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় সাতক্ষীরা জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি ও র্যাংকস্ ফার্মাসিটিক্যাল লিমিটেডের কর্মকর্তা এবং বিভিন্ন দন্ত চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু।