দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যালের অর্থায়নে উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ইএউ Monsoon Flash Flood Response ২০২৪ প্রকল্পের মাধ্যমে নোয়াখালী জেলার নোয়াখালী সদর উপজেলায় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী ‘২৫) সকালে দাতা লেসন লার্ণ ওয়ার্কশপ ও ক্লোজআউট মিটিং অনুষ্ঠিত হয়।
উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা। মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সেভ দ্য চিলড্রেন এর প্রজেক্ট অফিসার আব্দুলবাতেন, বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং উত্তরণের প্রকল্পের স্টাফগণ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আখিনুর জাহান নীলা প্রকল্পের এই কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমি শুরু থেকেই এই কার্যক্রমে যুক্ত ছিলাম। আমি চাই আমাদেও উপজেলায় ক্ষতিগ্রস্থ মানুষগুলো আরও সহযোগিতা পাক। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়গুলো সিলেক্ট করা হয়েছিল। বন্যার সময় শিক্ষার্থীদেও শিক্ষা উপকরণগুলো নষ্ট হওয়ায় তাদেও লেখাপড়া ব্যহত হচ্ছিল। তাই এই উপকরণগুলো তাদেও লেখাপড়া চালিয়ে নিতে কাজে লাগবে। উপস্থিত শিক্ষার্থীরাও এই প্রকল্পের মাধ্যমে উপকরণ পেয়ে খুবই খুশি এবং তারা তাদেও লেখাপড়া কন্টিনিউ করতে পারবে। এয়াড়াও উপস্থিত অংশগ্রহণকারীগণ বিদ্যালয়ে শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, স্কুল মেরামত, ল্যাট্রিন মেরামত এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা কার্যক্রম নোয়াখালী সদও উপজেলার সকল বিদ্যালয়ে বাস্তবায়নের পরামর্শ দেন। সবশেষ উপস্থিত অংশগ্রহণকারীগণ দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে এই প্রকল্পের কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।