সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উত্তরণ এর বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসনে উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দায়িত্ব এবং কর্তব্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সাচিবিক দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষক কর্মকর্তা শারিদ বিন শফিক। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের পৌর প্রশাসক আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্ত মোঃ নাজমুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ হুমায়ুন কবীর, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, কাশিমাড়ী,গাবুরা ও মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ।
উক্ত সভায় প্রকল্পের বিগত বছরের অর্জন,প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমুহ,চ্যালেঞ্জ মোকাবেলায় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির দায়িত্ব কর্তব্য এবং কমিটি পূন:গঠনের বিষয়ে আলোচনা করা হয়।