সাতক্ষীরাতে বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুসলেহিনের উদ্যোগে এক ঐক্য সম্মেলন ও ইসলামী জলসা সোমবার (১০ ফেব্রুয়ারি ‘২৫) সন্ধ্যায় সাতক্ষীরার সড়ক ও জনপথ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঝালকাটির নেছারাবাদ কমপ্লেক্সের নির্বাহী পরিচালক মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলীয় রাজনীতির সাথে সম্পর্কহীন একটি দ্বীনি খেদমতে নিয়োজিত এ সংগঠনটির মূল স্লোগান হচ্ছে ‘কলেমাগো মুসলমান এক হও’।
তিনি আরও বলেন, আল-ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ (মতানৈক্যসহ ঐক্য) নীতির ভিত্তিতে নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে, দলমত ছেলছেলা নির্বিশেষে সকলের ঐক্য গড়ে তুলতে এবং ফরজ আদায়ের জন্য মুছলিহীন দেশব্যাপী নিঃস্বার্থভাবে খেদমত করে যাচ্ছে। প্রধান অতিথি সংগঠনের সাতক্ষীরা জেলা মুছলেহীন কমিটির আজীবন সভাপতি হিসেবে সমাজসেবক ডা. আবুল কালাম বাবলার নাম ঘোষণা করেন এবং সেক্রেটারি আব্দুল আলিমের নাম ঘোষণা দেন।
একই সাথে সাতক্ষীরা পৌর মুছলিহীন কমিটিতে হেকিম আবুল কাশেম মসলা ভান্ডারকে সভাপতি এবং সাংবাদিক সাখাওয়াত উল্লাহকে সেক্রেটারি হিসেবে ঘোষণা দেন। তিনি সাতক্ষীরা জেলা ও পৌর কমিটির সভাপতি ও সেক্রেটারিকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে অনুরোধ করেন। সম্মেলনে মুতায়াল্লেকীন, মহেব্বীন, মুয়াল্লিম, মুছলিহীনসহ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।